শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে মালিগাও গ্ৰাম পঞ্চায়েত অন্তর্গত জল্যাবান গ্ৰামে করনো ভাইরাসের সংক্রমনের হাত থেকে বাঁচতে বহিরাগত এবং ভিন্ন রাজ্য থেকে আশা শ্রমিকদের জল্যাবান গ্ৰামের ভিতরে ঢোকা নিষেধ করা হলো লকডাউন চলা কালীন।
এদিন গ্ৰামের প্রবেশপথ বন্ধ করা হয়। এই প্রসঙ্গে গ্ৰামবাসী সারিম হোসেন জানান, ভারতবর্ষে করোনা মহামারী রোগ ছড়িয়ে গিয়েছে। আমাদের গ্ৰামে বহিরাগত ও ভিন্ন রাজ্যের শ্রমিক প্রবেশ যাতে না করে তাই আমরা রাস্তা অবরোধ করেছি। পাশাপাশি বহিরাগতদের ঢুকতে দেওয়া হবে না বলেও জানাচ্ছি।
আরও পড়ুনঃ লকডাউনের মাঝেই হাতি দেখতে ভিড় বাঁকুড়ায়
ইসলাম জানান, করোনা ভাইরাস রুখতে আমরা বাঁশে ঘেরা ব্যারিকেড করে দিয়েছি। ভিন্ন রাজ্যের শ্রমিক কিংবা বহিরাগতরা যাতে গ্রামে প্রবেশ করতে না পারে সেদিকে নজর দিচ্ছি। এই জল্যাবান গ্ৰামে ১০০০ লোক বসবাস করেন বলে জানা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584