পিয়ালী দাস,বীরভূমঃ
গত ১৬ সেপ্টেম্বর বীরভূমের নগরী পঞ্চায়েতের কামারদাঙা গ্রামে এক আদিবাসী কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল মজিদ খান নামে এক যুবকের বিরুদ্ধে।এ বিষয়ে সেদিনই সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। অভিযোগের প্রেক্ষিতে মজিদ খানকে রাতেই গ্রেফতার করে সিউড়ি থানার পুলিশ।কিন্তু এর আগেও বেশ কয়েকবার ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হলেও প্রমাণের অভাবে জামিন পেয়ে গেছে অভিযুক্তরা,এই অভিযোগ তুলে নির্যাতিতার বাড়িতে দেখা করতে গেলেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি।
নির্যাতিতার পরিবারের লোকজনকে তিনি আশ্বাস দেন কোনভাবেই ছাড়া পাবে না অভিযুক্ত।লকেট চ্যাটার্জি আরো বলেন রাজ্য মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও কীভাবে ধর্ষণের ঘটছে এত পরিমাণে।আদিবাসী মহিলাদের কোন সুরক্ষা নেই এ রাজ্যে।যদি অভিযুক্তকে কোনভাবে ছেড়ে দেওয়া হয় বা তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয় পুলিশের তরফ থেকে তাহলে রাজ্যজুড়ে এর প্রতিবাদে আন্দোলন করবে বিজেপি।কেন বারবার আদীবাসী মহিলারা নির্যাতনের শিকার হচ্ছে তা রাজ্য সরকারের তদন্ত করে দেখা উচিত।
আরও পড়ুনঃ মালবাহী গাড়ির ধাক্কায় আহত শিশু,ক্ষুব্ধ এলাকাবাসী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584