নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
‘এবার ক্ষমতা কৃষকদের হাতে পড়বে ছাই দালালদের বাড়া ভাতে…’ এই মর্মে স্লোগান সহযোগে কৃষক বিল ২০২০-কে সমর্থন করে আজ মুর্শিদাবাদ পুরসভার নাকুড়তলা মোড়ে বিজেপির হয়ে পথে নামলেন বিজেপির মুর্শিদাবাদ জেলা সভাপতি গৌরী শংকর ঘোষ ও রাজ্য কমিটির সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায় ৷
এদিন বিজেপি নেতা কর্মীরা সবজি বাজারে ঘুরে ঘুরে প্রতিটি বিক্রেতার কাছে এই কৃষি বিলের সমর্থনে প্রচার করেন।লকেট চট্টোপাধ্যায় সাংবাদিকদের জানান, তৃণমূল, কংগ্রেস, সিপিএম মুর্শিদাবাদের মানুষদের কেবলই ব্যবহার করে গেছে। কোনোরকম চাকরি নেই। ফলে কাজের সূত্রে অন্য রাজ্যে পাড়ি দিতে হচ্ছে কাজের সন্ধানে।
মুর্শিদাবাদ কৃষি ভিত্তিক জেলা, কৃষকদের স্বার্থে অনেক চিন্তা ভাবনা করে মোদীজি কৃষি বিল করেছেন। সকল কৃষিজীবীদের ভুল বোঝানো হচ্ছে। তাই বিজেপির পক্ষ থেকে সহজ ভাষায় লেখা লিফলেট বাজারে বিলি করা হল যাতে মানুষজন সহজে বুঝতে পারেন কৃষি বিল সম্বন্ধে।
আরও পড়ুনঃ ঝাড়গ্রামে হাসপাতাল থেকে পালানোর চেষ্টা রোগীর
পাশাপাশি হাথরাস নিয়ে লকেট জানান, যোগীজির প্রতি ভরসা আছে উনি সঠিক বিচার করবেন, দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবেন।
আরও পড়ুনঃ ফালাকাটা তৃণমূল ব্লক সভাপতির জীবনাবসান
একই সাথে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন পশ্চিমবঙ্গে যে নিত্যদিন ধর্ষণ কান্ড ঘটছে তার প্রতি নজর দিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584