মহিলা সম্মেলনে তৃণমূলকে কটাক্ষ লকেটের

0
40

তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ

শনিবার কালিয়াগঞ্জ বিধান সভার উপ-নির্বাচন প্রচারে এসে স্থানীয় নজমু নাট্য নিকেতন মঞ্চে এক মহিলা সমাবেশে এসেছিলেন হুগলির সাংসদ তথা রাজ্যের বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। এই সমাবেশে এসে তিনি বলেন, তৃণমূল নামক দলটি এক অদ্ভুত চরিত্রের দল।

Locket Chatterjee | newsfront.co
সমাবেশে লকেট চট্টোপাধ্যায়। নিজস্ব চিত্র

এই দলের নেতা-নেত্রীরা সরকারের বিভিন্ন প্রকল্প থেকে কাটমানি নেওয়া একরকম আইনসিদ্ধ কাজ মনে করে ফেলেছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত প্রকল্প সাধারণ মানুষের জন্য করা হয়েছে সেখান থেকেও তাদের কাট মানি নিতে হয়। তাই এই দলকে একটি ভোটও নয়।

Locket Chatterjee take a look to tmc | newsfront.co
উপস্থিত মহিলারা। নিজস্ব চিত্র

তিনি আরও জানান, পশ্চিমবঙ্গ বর্তমানে অরাজকতার স্বর্গরাজ্য। এখানে পয়সা না দিলে যোগ্য ছেলেমেয়েদের চাকরি হয় না। নেই সাধারণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা, কলকারখানাও। ফলে অন্য রাজ্যে কাজ করতে গিয়ে অকালে জীবন দিতে হচ্ছে অনেককেই। এ রাজ্যে কেন্দ্রীয় সরকারের প্রকল্প রাজ্য সরকার নিজের নাম দিয়ে চালিয়ে দেয়। সর্বত্রই চলছে অরাজকতা।

আরও পড়ুনঃ মেদিনীপুরে ৬৬ তম সমবায় সপ্তাহ উদযাপন

তাই তিনি চান এবারের কালিয়াগঞ্জ বিধান সভার উপ-নির্বাচনে, বিগত লোক সভার নির্বাচনের মতোই দুহাত ভরে বিজেপির একজন সৎ প্রার্থী কমল সরকারকে যেন ভোট দেওয়া হয়।

বিজেপির লড়াকু নেত্রী সকালে কালিয়াগঞ্জ স্টেশনে নেমেই সবার সাথে একটি চা-চক্রে বসেন। বিভিন্ন ব্যক্তিদের সাথে সৌজন্য বিনিময় করেন। এরপর তিনি মা বয়রা কালি মন্দিরে গিয়ে পূজা দেন। পরে মহেন্দ্রগঞ্জ নাট মন্দির চত্ত্বরে একটি ছোটো ভাষণ দিয়েই মহিলা সম্মেলনে চলে যান।

বিজেপি সূত্রে জানা যায়, লকেট দেবী সেখান থেকে জেলা নেতৃত্বের সাথে বিভিন্ন গ্রামে প্রার্থী কমল সরকারকে নিয়ে প্রচারে বেরিয়ে পড়েন। আগামীকাল আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় কালিয়াগঞ্জের বিভিন্ন স্থানে বিজেপির প্রার্থী কমল সরকারের হয়ে প্রচারে নামবেন।

আরও পড়ুনঃ বুলবুলে ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রদানের জন্য ত্রাণ সংগ্রহ কর্মসূচি

জানা গেছে, আগামী সোমবার বিজেপির পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কৈলাশ বিজয় বর্গীয় কালিয়াগঞ্জে প্রচারে আসছেন। ইতিমধ্যেই কালিয়াগঞ্জের উপ-নির্বাচন নিয়ে তৃণমূলের হেভিওয়েট নেতা-মন্ত্রীরা আসা শুরু করে দিয়েছে।

তৃণমূলের প্রচারে রাজ্যের মন্ত্রী রাজীব বন্দোপাধ্যয়, বালুরঘাটের প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ, মন্ত্রী বাচ্চু হাঁসদা, গোলাম রব্বানী, কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়-সহ বিশিষ্ট তৃণমূল নেতৃত্ব নির্বাচনী প্রচারে এসে ঝড় তুলেছে কালিয়াগঞ্জ শহর ও গ্রাম্য এলাকায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here