কেশপুরে তৃণমূল কংগ্রেসের সরকারকে চাল চোর সরকার বলে কটাক্ষ লকেটের

0
107

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের সমর্থনে শনিবার বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার কেশপুর ব্লকের সাহসপুরে মিছিল ও সভার আয়োজন করে বিজেপি। মিছিলে নেতৃত্ব দেন বিজেপি নেত্রী সাংসদ লকেট চ্যাটার্জি। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সম্পাদক তুষার মুখার্জি, বিজেপির ঘাটাল জেলার সাংগঠনিক সভাপতি অন্তরা ভট্টাচার্য সহ আরও অনেকে।

locket | newsfront.co
লকেট চ্যাটার্জি, সাংসদ। নিজস্ব চিত্র

মিছিলের শেষে প্রকাশ্য সভায় বিজেপি নেত্রী সাংসদ লকেট চ্যাটার্জি তার ভাষণে বলেন, “কোন রাজ্যে কোন দেশে এভাবে গণআন্দোলনে কেমিক্যাল অ্যাটাক করা হয় না। নবান্ন অভিযানের দিন যেভাবে পুলিশ বিজেপি কর্মীদের ওপর কেমিক্যাল অ্যাটাক করেছে তা ভারতবর্ষের কোথাও হয়নি। দলের নেতা রাজু ব্যানার্জি অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছে।

আরও পড়ুনঃ আগামী বছরের মাধ্যমিক সিলেবাস কমানোর প্রস্তাব জমা স্কুল শিক্ষা দফতরে

bjp leader | newsfront.co
সাংবাদিকদের মুখোমুখি সাংসদ। নিজস্ব চিত্র

পুলিশ বলছে হোলির রং। সবকিছু মানুষ ভুলে যাবে, কিন্তু পুলিশের এই সন্ত্রাস কোনদিন ভুলবে না। আমরা হোলি খেলব ২০২১ সালে।” তিনি বলেন “এক শিখ সম্প্রদায়ের মানুষের পাগড়ি খুলে নিয়েছে এ রাজ্যের পুলিশ। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিখ জাতির কাছে ক্ষমা চায়নি। যা আমাদের কাছে বিশেষ লজ্জার ঘটনা। তাই আমরা শিখ জাতির কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।”

আরও পড়ুনঃ শালবনিতে হাতির হানায় ব্যাপক ক্ষতি ফসলের, আতঙ্কিত গ্রামবাসীরা

locket chatterjee | newsfront.co
সভামঞ্চ। নিজস্ব চিত্র

তিনি তৃণমূল কংগ্রেসকে চাল চোর বলেও তীব্র ভাষায় কটাক্ষ করেন। সেই সঙ্গে তিনি এও বলেন, “রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী মহিলা নির্যাতনের কথা জানেন না। অথচ উত্তরপ্রদেশের ঘটনার জন্য রাস্তায় নেমে পড়েন।” আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে ভোট না দেওয়ার নিদান দেন তিনি। তাই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তিনি সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ ভাবে রাস্তায় নেমে আন্দোলন করার ডাক দেন। সেই সঙ্গে তিনি বলেন চাল চোর সরকার আর নেই দরকার।

public | newsfront.co
নিজস্ব চিত্র

তিনি তৃণমূল কংগ্রেসের এই সরকারকে চাল চোর সরকার বলে কটাক্ষ করেন। এই সরকার কে কটাক্ষ করে বলেন এই চোর তৃণমূলের সরকার কে মানুষ এবার বিদায় দেবে। তিনি তার ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেন। এদিন সেই সঙ্গে তিনি বলেন, “আপনারা কেউ ভয় পাবেন না আপনাদের পাশে আমরা রয়েছি।

আরও পড়ুনঃ শালবনির করোনা হাসপাতলের পরিষেবা – পরিকাঠামোয় বিশেষ জোর রাজ্য স্বাস্থ্য দফতরের

আগামী দিনে পশ্চিম মেদিনীপুর জেলায় ও ঘাটাল সাংগঠনিক জেলায় তৃণমূল কংগ্রেস কোন আসনে জয়লাভ করতে পারবে না। কয়েকদিন আগে শালবনিতে একটা ঘটনা ঘটেছে সে বিষয়ে কেউ রাস্তায় নামেনি, পদযাত্রা করেনি অথচ উত্তরপ্রদেশের ঘটনায় ওদের চোখে পড়ে।” উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ যেখানেই হোক না কেন নারী নির্যাতনের ঘটনা, ধর্ষণের ঘটনা, বিজেপি রাস্তায় নেমে প্রতিবাদ আগেও করেছে আগামী দিনেও করবে বলে জানান এই বিজেপি সাংসদ।

কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার যে কৃষি বিল পাস করেছে। সেই কৃষিবিল কৃষকদের পক্ষে ভালো। তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি কৃষকদের ভুল বোঝাচ্ছে। কৃষিবিল কৃষকদের কোন ক্ষতি করবে না আরও উন্নতি করবে বলে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন সাংসদ লকেট চ্যাটার্জি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here