সিমা পুরকাইত, দক্ষিন ২৪ পরগনাঃ
বিষ্ণুপুরের ভাসায় সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ এলপিজি সিলিন্ডার তৈরির কারখানায়। কর্মহীন প্রায় পাঁচশো শ্রমিক।
উৎসবের মরশুম শুরুর আগেই বন্ধ হয়ে গেল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের ভাষার একটি এলপিজি সিলিন্ডার ও ভালভ তৈরির কারখানা।
শুক্রবার কারখানায় সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেওয়ায় কারখানার প্রায় পাঁচশো জন শ্রমিক কর্মহীন হয়ে পড়লেন।
ভাসার বাগি গ্রামে এলপিজি সিলিন্ডার ও ভালভ তৈরি করত কারবাক হোল্ডিংস লিমিটেড নামে একটি কারখানা। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়াম কারখানাগুলো থেকে সিলিন্ডার ও ভালভ তৈরির বরাত পেত এই কারখানা। প্রতিদিন গড়ে ২৪০০ টি সিলিন্ডার তৈরি হত এই কারখানায়। প্রায় পাঁচশো জন শ্রমিক দু’টি শিফটে কাজ করতেন এখানে।
শুক্রবার শিফটে কাজে এসে শ্রমিকরা কারখানার গেটে তালা ঝুলতে দেখে হতভম্ব হয়ে যান। কারখানা বন্ধের নোটিশও ঝুলতে দেখেন তাঁরা। উত্তেজিত হয়ে পড়েন শ্রমিকরা।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, আগে কারখানায় প্রতিদিন যেখানে ২৪০০ টি সিলিন্ডার উৎপাদন হত তার বরাত কমিয়ে দিয়েছিল এলপিজি কোম্পানীগুলি। ফলে কারবাক হোল্ডিংস কারখানায় বেশ কিছুদিন ধরেই পুরোনো বরাত অনুযায়ী প্রতিদিন দু”টি শিফটে গড়ে মাত্র মোট ছয়শটি করে সিলিন্ডারের উৎপাদন হচ্ছিল।
আরও পড়ুনঃ জটেশ্বরে মোবাইল ছিনতাই
ইদানিংকালে ওই এলপিজি কোম্পানীগুলি থেকে নতুন করে আর কোনও বরাত তাঁদের দেওয়া হয়নি। ফলে কারবাক কর্তৃপক্ষ বিরাট ক্ষতির সম্মুখীন হয়। তাই কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মহীন শ্রমিকরা এদিন এই ঘটনায় কারখানার সামনে বিক্ষোভও দেখান। তাঁরা জানান, ইদ ও দুর্গাপুজোর মরশুম শুরুর আগেই তাঁরা বেকার হয়ে পড়ায় পাঁচশোটি পরিবার অথৈ জলে পড়ার সম্মুখীন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584