মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
একদিকে করোনা অন্যদিকে আমপান বিপর্যয়। এর ওপর আবার সুগ্রীব দোসর হয়ে দেশে ঢুকে পড়ল পঙ্গপালের দল। এই মুহূর্তে দেশের খাদ্যসুরক্ষা ব্যবস্থাকে সঙ্কটের মুখে ঠেলে দিয়েছে ফসলের যম পঙ্গপাল। মধ্যপ্রদেশে ঝাঁকে ঝাঁকে উড়ছে এই পতঙ্গের দল।
গত ২৭ বছরের মধ্যে সেই রাজ্যের বৃহত্তম পঙ্গপালের আক্রমণ হতে চলেছে এটি এবং বর্ষা না আসা পর্যন্ত এই সংকট বাড়ার সম্ভাবনা রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। রাজস্থানের বেশ কয়েকটি জায়গায় ফসল ও গাছ ধ্বংস করার পরে মরুভূমির পঙ্গপালগুলি মধ্যপ্রদেশের বুধনি এলাকায় প্রবেশ করেছে।
#LocustAttack attack in has reached @ChouhanShivraj constituency Sehore, One of the biggest by the insects in last 27 years After wreaking havoc with crops and trees in several parts of Rajasthan, the desert locusts’ swarms have travelled to MP @ndtv @Devinder_Sharma #farming pic.twitter.com/HmveeqvnM4
— Anurag Dwary (@Anurag_Dwary) May 24, 2020
পঙ্গপাল রাজ্যের নিমুচ জেলা দিয়ে প্রবেশ করেছে, পরে মালওয়া নিমারের কিছু অংশ পাড়ি দিয়ে এখন ভোপালের কাছে রয়েছে এই ঝাঁক। কর্মকর্তারা জানিয়েছেন সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে পঙ্গপালের দল বিশ্রামের জন্য যেকোনও জায়গায় থামতে পারে।
আরও পড়ুনঃ দেশে নতুন রেকর্ড: একদিনে আক্রান্ত ৬৭৬৭
কৃষকদের সতর্ক থাকতে এবং পতঙ্গদের চলাচল পর্যবেক্ষণ করতে চলেছেন কর্মকর্তারা। রাজ্য কৃষি বিভাগ ক্ষতিগ্রস্থ জেলাগুলির কৃষকদের পঙ্গপালের উপর ক্রমাগত নজরদারি রাখতে একটি নির্দেশিকা জারি করেছে। ঢোলের মাধ্যমে জোরালো শব্দ ব্যবহার করে, থালা-বাটি বাজিয়ে এবং চিৎকার চেঁচামেচি করে কীটপতঙ্গগুলিকে দূরে রাখতে বলা হয়েছে।
এছাড়াও কেন্দ্রীয় সরকারের চারটি দল ট্র্যাক্টর এবং দমকলের গাড়ির সহায়তায় রাসায়নিক স্প্রে ব্যবহার করে পঙ্গপালের বিরুদ্ধে লড়াই করছে। দেশে পঙ্গপালের দল ঢুকে পড়ায় ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা। চরম বিপদের সম্মুখীন হয়েছে খাদ্যসুরক্ষা ব্যবস্থা। তাই পঙ্গপাল তাড়াতে লড়াই জারি রেখেছে মধ্যপ্রদেশের কৃষি বিভাগ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584