নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
২০০৮-০৯ অর্থবর্ষে বাম আমলে তৈরি করা হয়েছিল লোধা সম্প্রদায় মানুষদের ব্যবহারের জন্য লোধা কমিউনিটি হল। কিন্তু দীর্ঘ দশ বছর পেরিয়ে গেলেও এখনো তারা সেই কমিউনিটি হলটি ব্যবহার করতে না পারায় জেলা প্রশাসনের দারস্থ হয়েছেন লোধা সম্প্রদায়ের মানুষেরা।
পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের লোধা অধ্যুষিত গ্রাম গোয়ালডিহি সংলগ্ন পাথরকুমকুমিতে প্রায় সাড়ে ২৪ লক্ষ টাকা ব্যায়ে নির্মাণ করা হয়েছিল লোধাদের বিভিন্ন সামাজিক কাজকর্ম অনুষ্ঠানের জন্য লোধা কমিউনিটি হল। কিন্তু নামেই লোধা কমিউনিটি হল, এই কমিউনিটি হলটি নির্মাণ হওয়ার পর দীর্ঘ দশ এগারো বছর পেরিয়ে গেলেও একদিনের জন্যও লোধাদের ব্যাবহারে লাগেনি। কারন জঙ্গলমহলে মাও দমন করতে নামানো হয়েছিল যৌথবাহিনী। সেই যৌথবাহিনীর থাকার জন্য সরকারী ভাবে তাদের হাতে ন্যাস্ত করে দেওয়া হয় হলটি। তারপর থেকে আজ অবধি তাদের হাতেই দায়ভার রয়েছে হলটির। বর্তমানে যৌথবাহিনী নেই, কিন্তু রয়েছে একজন মাত্র সিভিক ভলেন্টিয়ার্স। তিনিই একা এই নকল বুঁদির কেল্লা পাহারা দেন।
এমতাবস্থায় স্থানীয় লোধারা দাবী করেছেন যেহেতু এখন এই হলটি যৌথবাহিনীর কাজে ব্যবহার হয়নি, তাই আমাদের জন্য নির্মিত কমিউনিটি হলটি আমাদের হাতে ন্যাস্ত করা হোক। পাশাপাশি তারা জানিয়েছেন আগামী ১৬ ই আগষ্ট লোধা সম্প্রদায়ের প্রথম স্নাতক মহিলা স্বর্গীয়া চুনী কোটালের একটি আবক্ষ মুর্তি উন্মোচন করতে চাই এই কমিউনিটি হলের মধ্যে। সেই কারনে আমরা জেলা প্রশাসনকে লিখিত ভাবে জানিয়েছি অনেকবার। জেলা প্রশাসন থেকে কমিউনিটি হল আমাদের ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিলেও এখনও পর্যন্ত তা দেয়নি। যদি হলটি ফেরৎ না দেওয়া হয় তাহলে আমরা কালো ফিতে পরে প্রতিবাদ ধর্নায় বসবো কমিউনিটি হলের সামনে।
এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ লোধা শবর সমাজের রাজ্য সভাপতি মৃণাল কোটাল বলেন, ” আমাদের জন্য নির্মিত এই কমিউনিটি হলটি এগারো বছর হয়ে গেলেও এখনো পর্যন্ত আমরা একদিনও ব্যবহার করতে পারিনি।
আরও পড়ুনঃ মেধাবী পড়ুয়াদের পুরস্কার প্রদান জলঙ্গীতে কন্যাশ্রী দিবসে
আগামী ১৬ ই আগষ্ট আমরা এখানে চুনী কোটালের আবক্ষ মুর্তি উন্মোচন করতে চাই। যেহেতু এই বিষয়টা আমরা প্রশাসনকে অনেক আগেই লিখিত আকারে জানিয়েছি এবং প্রশাসন আমাদের আশ্বাসও দিয়েছেন। তাই প্রশাসনের কাছে অনুরোধ যত দ্রুত সম্ভব আমাদের হাতে এই কমিউনিটি হলটি ফিরিয়ে দেওয়া হোক।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584