লকডাউনের কারনে বদল লোক আদালত বসার দিন

0
38

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

আগামী ৮ আগষ্ট রাজ্যের ঘোষিত সম্পূর্ণ লকডাউনের জন্য ৮ তারিখের পরিবর্তে ২২ আগষ্ট লোক আদালত বসছে কলকাতা হাইকোর্টে। শুনানি হবে অনলাইনেই। হাইকোর্ট লিগ্যাল সার্ভিসেস কমিটি সূত্রের খবর, ২২ আগস্ট কলকাতা হাইকোর্টে বেলা সাড়ে ১০ টায় এই অনলাইন লোক আদালতের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণান।

Calcutta Highcourt | newsfront.co
ফাইল চিত্র

এছাড়াও উপস্থিত থাকবেন রাজ্য আইনি পরিষেবার দায়িত্বপ্রাপ্ত এগজিকিউটিভ চেয়ারম্যান তথা বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং হাইকোর্ট লিগ্যাল সার্ভিসেস কমিটির চেয়ারম্যান তথা বিচারপতি সৌমেন সেন। ওইদিন বেলা ১২ টা থেকে তিনটি ডিভিশন বেঞ্চে “লোক আদালতের” কাজ শুনানি হবে।

এই প্রসঙ্গে হাইকোর্ট লিগ্যাল সার্ভিসেস কমিটির সচিব অজয়কুমার মুখোপাধ্যায় জানান, ‘এবছর ইমেইলের মাধ্যমে আবেদন গ্রহণ করা হচ্ছে। ইমেইল করার ঠিকানা : calcuttahighcourt.lsc@gmail.com এতদিন পথ দুঘর্টনায় ক্ষতিপূরণ আদায়ের মামলাগুলি বিচারের অভাবে পড়ে থাকত বছরের পর বছর ধরে। বঞ্চিত হতেন মৃতের পরিবাররা। বিমা সংস্থা আর মৃতের পরিবারের মধ্যে মধ্যস্থতার অভাবও ছিল প্রকট।

আরও পড়ুনঃ ফের করোনার বলি এবার তরুণ চিকিৎসক-তৃণমূল কাউন্সিলর!

এছাড়াও আর্থিক দুর্দশার কারণে অনেকেই আদালত মুখী হতে ভয় পান। এইরকম ব্যাংক-বীমা সংক্রান্ত বকেয়া আদায়, বিদ্যুৎ সংক্রান্ত, মোটর দুর্ঘটনাজনিত মৃত্যুতে ক্ষতিপূরন সংক্রান্ত, পিএফ (প্রভিডেন্ট ফান্ড) এবং টেলিফোন বিল সংক্রান্তের মতো বিষয়গুলো যেগুলো নিষ্পত্তির জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। সূত্রের খবর, অনলাইনের মাধ্যমে এখনও পর্যন্ত ১২২ টি মামলার আবেদন করা হয়েছে। এগুলি সমস্ত নিষ্পত্তি লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here