মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
করোনার চক্রব্যূহে আটকা পড়েছে বেশ কিছু সিনেমা। সংক্রমণ রুখতে বন্ধ প্রেক্ষাগৃহ। তাই আর দেরি না করে ডিজিটাল প্ল্যাটফর্মেই মুক্তি পাচ্ছে একের পর এক সিনেমা। ঠিক একইভাবে দর্শককে আর অপেক্ষায় না রেখে ২৬ জুন ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেল সৌম্যজিৎ আদক পরিচালিত ছবি ‘লক্ষ্য’।
এক যুবতীর ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করেই এগিয়েছে এই ছবির গল্প। হিন্দু অথবা মুসলিম কেউ ধর্ষণ করে না। ধর্ষণ করে শুধুমাত্র ধর্ষকরা। সমাজের দিকে একগুচ্ছ প্রশ্ন ছুঁড়েই ‘বঙ্গ’ অ্যাপে মুক্তি পেয়েছে এই ছবি। বর্তমানে আমরা যে সমাজে বাস করি সেই সমাজে নারীরা একেবারেই সুরক্ষিত নয়।
এই সমাজে নারী নির্যাতনের ঘটনা প্রতিনিয়ত বেড়ে চলেছে। তবে অপরাধের বিরুদ্ধে লড়াই করতে গেলে একজোট হতে হবে সবাইকে, কারণ সমাজের ক্ষমাতাবানরাই প্রশ্রয় দেয় অন্যায়কে। আমাদের সমাজের এমনই কিছু চিত্র তুলে ধরা হয়েছে এই ছবিটিতে।
আরও পড়ুনঃ ১১ জুলাই থেকে দাদা-দিদির নতুন পর্ব!
এই ছবিতে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, ঋষভ বসু, নীল ভট্টাচার্য, নেহা আমানদীপ, তারান্নুম হক। ছবিতে এক জেদি পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন রণজয় বিষ্ণু। পরিচালনার পাশাপাশি কুইনটেলস এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবিটির স্ক্রিন প্লে’র দায়িত্বেও ছিলেন সৌম্যজিৎ আদক। ‘লক্ষ্য’র মজবুত এই গল্পটি লিখেছেন নীলাঞ্জন মুখোপাধ্যায় এবং সিঞ্জন বসু। ১ ঘন্টা ২ মিনিটের এই ক্রাইম থ্রিলার ছবিটির সংলাপ রচনা করেছেন সিঞ্জন বসু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584