নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
দেখতে দেখতে চলে এল পুজো। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার আয়োজন সারা পৃথিবীতে সমাদৃত। লন্ডন ক্যামডেন দুর্গাপুজোর এই বছরের বিশেষ ভাবনা- ‘নমামি গঙ্গে’, যে বিষয়টি এ বছর আমাদের ভারত সরকারের অন্যতম একটি প্রকল্প।
লন্ডন নিবাসী বিশিষ্ট চিকিৎসক ও গায়ক ড: আনন্দ গুপ্তের পরিকল্পনায় এই পুজোর থিম সং তৈরি করলেন কলকাতার শিল্পীযুগল- শুভদীপ চক্রবর্তী ও চিরন্তন ব্যানার্জি।
বাচিক শিল্পী শুভদীপ চক্রবর্তী-র কথায় ও সংগীতশিল্পী চিরন্তন ব্যানার্জির সুরারোপ ও সংগীতায়োজনে গানটি গেয়েছেনও চিরন্তন স্বয়ং। পাঠেও রয়েছে শুভদীপ-এর কণ্ঠ। এই দুই শিল্পীর তৈরি করা গানটি বাজবে- সাগরপারে মাতৃপূজার উৎসবমুখর দিনগুলিতে।
আরও পড়ুনঃ জীবনের জয়গানে চিরন্তন-শুভদীপ
প্রসঙ্গত উল্লেখ করা যায় যে, শুভদীপ-চিরন্তনের যৌথ প্রযোজনা – ‘পৃথিবীর মন ভালো নেই’, ‘আছি বাংলার পাশে’, ‘জীবনের জয়গান’ ইতিমধ্যেই সারা পৃথিবী ব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে। মা গঙ্গাকে নিয়ে এই গানটিও সুর ও কথার দিক থেকে বেশ অভিনব।
এবারের দুর্গাপুজোতে বেশ কিছু নতুন প্রযোজনার পরিকল্পনা করেছেন শুভদীপ ও চিরন্তন। গানটি প্রকাশিত হয়েছে ‘এস ভি এফ ডিভোশনাল’ থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584