লন্ডনের পুজো এবার কলকাতায়, উদ্যোগে শামিল ঋতুপর্ণা সেনগুপ্ত

0
93

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

লন্ডনে এবার দুর্গাপুজোর অনুমতি মেলেনি। সেই পুজো তাই এবার হবে কলকাতায়। করোনা কালে ডিজিটালের যুগে পুজোও এবার ডিজিটাল।প্রবাসে থেকে যাঁরা নিজের দেশের মাটিকে মনে করেন, পুজোর সময় তাঁরা সব ভূগোলের দূরত্ব ভুলে মেতে ওঠেন শারদ উৎসবে।

Durgapuja | newsfront.co

ব্যতিক্রম হল এই বছরটা। করোনা অতিমারির তাণ্ডবে সবারই প্রায় একই চিন্তা ছিল এবারের পুজোটা ঠিক কেমন হবে।কলকাতায় প্যাণ্ডেল বাঁধা শুরু হলেও লন্ডনে এবছর পুজোর কোনো অনুমতি মেলেনি।

Durgapuja | newsfront.co

এমন অবস্থায় সুদূর লন্ডনের পুজো হবে খোদ কলকাতায়। পুরোহিত সুবীর চ্যাটার্জি প্রতি বছর লন্ডন যেতেন, এবার মা তাঁর বাড়িতেই আসছেন। অরপিংটন, কেন্ট, লন্ডনে বিগত দুই বছর ধরে স্বল্প কয়েকটি পরিবারের মূলত মহিলাদের দ্বারা পরিচালিত হয় এই পুজো।

Rituparna Sengupta | newsfront.co

‘উৎসব’ নামের একটি সংস্থার নামেই পুজো হয়ে আসছে। ২০১৮ সালে প্রথম বছরেই লন্ডন এর সেরা পুজোর শিরোপা পায় এই পুজো। এবার করোনা কালে অনুমতি না মেলায় পুজো হাজির হতে চলেছে খোদ শহর কলকাতায়।

Rituparna Sengupta | newsfront.co

‘উৎসব’-এর পক্ষ থেকে জানানো হয়েছে পুরোহিত মশাইয়ের বাড়িতে তাঁদের প্রতিমার ছবি সাজানো হবে, সেখানেই পুজো হবে। ডিজিটাল স্ট্রিমিং মারফৎ লন্ডনবাসীরা পুজো দিতে পারবেন। জুম -এর মাধ্যমে থাকছে নিজের মতো পুজো দেওয়ার ব্যবস্থা, থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও।

 

আরও পড়ুনঃ সৌমিত্র চট্টোপাধ্যায়ের কণ্ঠে ‘আবোল তাবোল’, মুক্তি পেল টিজার

এই উদ্যোগের সঙ্গে আছেন প্রখ্যাত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি জানান- “এই করোনা কালে পুজোও এবার ডিজিটাল। অরপিংটন, লন্ডনের পুজো এবার হবে কলকাতায়।ডিজিটাল মাধ্যমে পুজোর এই আয়োজন সার্থক হোক এই প্রার্থনা করি।”

পুরোহিত সুবীর চ্যাটার্জি বললেন- “পুজো ডিজিটালি হলেও সবাই কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলুন।”
‘উৎসব’- এর পক্ষে কথা বললেন সিমকি দাস, অর্ণব সেন। তাঁদের বক্তব্য, এই অতিমারির সময় যে ভাবে আগে পুজো হত, এবছর তা করা সম্ভব হচ্ছে না।কলকাতার কিছু বন্ধু এই উদ্যোগের সঙ্গে সহযোগিতা করায়, কলকাতা থেকেই এবার পুজোর ব্যবস্থা হয়েছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here