ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
বিজয় মাল্যর আবেদন খারিজ করে রায় দিল লন্ডন হাইকোর্ট। দেশে ৯ হাজার কোটি টাকার আর্থিক তছরুপ করে বিদেশে গিয়ে বিলাস ব্যসনে দিন কাটাচ্ছিলেন মাল্য। কিংফিশার এয়ারলাইন্সের মালিক বিজয় মাল্যর বিরুদ্ধে একাধিক আর্থিক তছরুপের অভিযোগ ছিল ।
বিজয় মাল্য বিদেশে পালালে ভারত সরকার বিজয় মাল্য বিরুদ্ধে দেশে এবং বিদেশের আদালতে মামলা রুজু করে । সেই মামলা অনুযায়ী আগেই লন্ডন হাইকোর্ট ২০১৮ সালে নির্দেশ দিয়েছিল বিজয় মাল্য কে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দিতে হবে। লন্ডন হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছিল বিজয় মাল্য।
আরও পড়ুনঃ লকডাউন ভেঙে প্রতিবাদের পথে আমেরিকানরা, উঠলো স্লোগান
আজ বিজয় মাল্যর আবেদন খারিজ করে লন্ডনের রয়্যাল কোর্ট অফ জাস্টিসের বিচারপতি স্টিফেন ইরউইন ও বিচারপতি এলিজাবেথ লেইংয়ের ডিভিশন বেঞ্চ জানান, “কিছু কিছু ক্ষেত্রে আবেদনকারীর বক্তব্যের যথার্থতা থাকলেও ভারতের সিবিআই ও ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে অভিযোগ এনেছেন তার মধ্যে সাতটি অভিযোগের যথেষ্ট যৌক্তিকতা আছে। তাই আবেদনকারীর মামলা খারিজ করা হল।”
উল্লেখ্য চলতে থাকা লকডাউনের মধ্যে বিজয় মাল্য কে ভারতে ফেরানো সম্ভব নয় বলে জানিয়েছে লন্ডন হাইকোর্ট। তবে মনে করা হচ্ছে লকডাউন কাটলে পরিস্থিতি স্থিতিশীল হলে বিজয় মাল্য কে ভারতের হাতে তুলে দেওয়া হবে এবং পরবর্তীতে দেশিয় আদালতের সিদ্ধান্ত অনুযায়ী বিজয় মাল্যর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584