মানবিকতার পরিচয় দিয়ে নজির বিহীন দৃষ্টান্ত গড়ল খুদে টুকটুক ওয়ালা

0
149

মোহা: আমিনুল হক, বেলডাঙ্গা ,মুর্শিদাবাদ

মানবিকতার পরিচয় দিয়ে নজিরবিহীন দৃষ্টান্ত গড়ল সোহেল রানা। বেলডাঙ্গার মহেশ পুরের বাসিন্দা পেশায় টুক টুক চালক সোহেল রানা প্রতিদিনের মত আজও টুক টুক নিয়ে বের হয় পেটের টানে জীবিকার সন্ধানে। কিন্তু সে জানতোনা আজকের দিনটি তার জীবনে এত মূল‌্যবান দিন হয়ে উঠবে।সোহেল রানা তার গাড়ি নিয়ে সকাল বেলায় যাচ্ছিল বেলডাঙ্গার হাটপাড়া বড় মসজিদের পাশ দিয়ে। হটাৎ সে দেখতে পায় কিছু টাকা রাস্তায় পড়ে আছে। টাকা গুলো কুড়িয়ে স্থানিয় দোকানদারদের কাছে টাকা গুলো নিয়ে যায় এবং প্রথমে টাকা গুলো তাদের হাতে তুলে দেয়। স্থানিয় লোকজন তার সততায় মুগ্ধ হয়ে প্রশাসনে খবর দেওয়ার কথা ভাবেন।তারা বেলডাঙ্গা থানায় খবর দেন। পুলিশ এলে পুলিশের হাতে সেই টাকা তুলে দেওয়া হয়। সোহেল রানার বক্তব্য ”কোন গরীব মানুষের টাকা হতে পারে এগুলো, কোনো দরকারি কাজের জন‌্য হয়তো টাকা গুলো নিয়ে যাচ্ছিল যায়ার পথে টাকা গুলো পড়ে যায়, টাকা গুলো যাতে সঠিক হাতে পৌছায় তাই টাকা গুলো পুলিশের হাতে তুলেদিই ”।সেই খুদে টুকটুক ওয়ালা

সোহেলের বাবা নুরজামাল সেখ লোকের জমিতে কাজ করে কোন রকমে সংসার চালান, এই টাকার অভাবের জন‌্য সংসারে সাহায‌্যের হাত বাড়াতে অল্প বয়সে পড়া ছেড়ে টুকটুক চালাতে শুরু করে সোহেল রানা। অভাবের সংসারে থেকে সোহেল কুঁড়িয়ে পাওয়া টাকা সে নিজে না রাখে পুলিশের হাতে ফিরিয়ে দিয়ে সোহেল দরিদ্রতার মধ্যে সততার উজ্বল নিদর্শন গড়ে তুলল আজ। বেলডাঙ্গা থানার তরফ জানানো হয়েছে সোহেলের এই কাজের জন্যে তাকে পুরস্কৃত করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here