দীর্ঘদিনের দাবি মেনে গলসিতে তৈরি হচ্ছে দমকল কেন্দ্রের ভবন

0
88

সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ

দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হতে চলেছে। গলসি ১ ব্লকের কৃষক বাজারে তৈরি হচ্ছে দমকল কেন্দ্রের ভবন। পশ্চিম বর্ধমানের বুদবুদ পূর্ব বর্ধমানের মানকর, আউসগ্রাম সহ বিস্তীর্ণ এলাকার মানুষরা এই কেন্দ্র থেকে সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে।

fire brigade centre | newsfront.co
নির্মীয়মান দমকল কেন্দ্র। নিজস্ব চিত্র

গলসি ১ ব্লক কৃষক বাজারে প্রায় তিন কোটি টাকা ব্যয় করে তৈরি হচ্ছে নতুন ভবন। পর্যাপ্ত জলের জন্য পাম্প বসার পাশাপাশি তৈরি হচ্ছে দুটি বড় জলাশয়। আর কয়েক মাসের মধ্যেই নতুন কেন্দ্র চালু হয়ে যাবে বলে আশা পঞ্চায়েত সমিতির।

fire brigade house | newsfront.co
নিজস্ব চিত্র

মানকরের বাসিন্দা বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, আউসগ্রাম থানা এবং বুদবুদ থানা এলাকার বাসিন্দারা নির্ভরশীল কাঁকসা দমকল কেন্দ্রের ওপরে।

আরও পড়ুনঃ কোয়ারেন্টাইন সম্পর্কে অযথা আতঙ্ক কাটাতে উদ্যোগী উত্তর দিনাজপুর জেলা প্রশাসন

দূরত্বের কারণে কাঁকসা থেকে ভেদিয়া, গুসকরায় অগ্নিকাণ্ড ঘটলে এক ঘন্টার মত সময় লেগে যায় পৌঁছাতে। এই এলাকায় একটি দমকল কেন্দ্রের দরকার ছিল দীর্ঘদিন থেকেই। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি অনুপ চট্টোপাধ্যায় বলেন, খুব দ্রুত এই কেন্দ্রটি চালু হয়ে যাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here