সুদীপ পাল,বর্ধমানঃ
আসন্ন লোকসভা নির্বাচনে ভোটের দায়িত্ব পড়বে।তা এড়াতে পিপি (পোলিং পার্সনেল) সেলের সদর দপ্তরে লম্বা লাইন দিলেন অনেকেই। দায়িত্ব থেকে নাম প্রত্যাহার এই লাইনের একমাত্র উদ্দেশ্য।আগামী ২৩ ও ২৪মার্চ প্রথম দফায় প্রশিক্ষণের জন্য পূর্ব বর্ধমান জেলায় ২৩ হাজার মোট ২১হাজার ৭৮৫জন ভোটকর্মীকে চিঠি পাঠিয়েছে প্রশাসন।কিন্তু অনেকেই আর্জি জানাচ্ছেন, প্রত্যাহার করা হোক ভোটের ডিউটি।
বর্ধমান সদর (উত্তর) মহকুমায় ২৯টি, বর্ধমান সদর (দক্ষিণ) মহকুমায় ১০টি, কালনা মহকুমায় ১৫টি, কাটোয়া মহকুমায় ২৪টি ভোটগ্রহণ কেন্দ্রে মহিলা কর্মীরা থাকবেন।এজন্য মোট ৩৭৬জন মহিলা ভোটকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হবে।কিন্তু কি কারণ দেখাচ্ছেন এই ডিউটি প্রত্যাহারের জন্য?অনেকেই যে কারণ দেখাচ্ছেন তা অত্যন্ত হাস্যকর।
আরও পড়ুনঃ জঙ্গল লাগোয়া ভোটগ্রহণে কেন্দ্রে কর্মীদের নিরাপত্তা বিষয়ে বন দফতরের সাথে বৈঠক
যেমন স্ত্রী সন্তানসম্ভবা তাঁর পাশে থাকা দরকার না হলে তার প্রভাব পড়বে সদ্যোজাত সন্তানের উপর।কেউ বলছেন, ভোটের মাসে বাবা হব তাই ডিউটি প্রত্যাহার করা হোক।তবে অনেকেই রয়েছেন যাঁদের শারীরিক অসুস্থতা বর্তমান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584