ডঃ কুণাল সরকার
এ জগতে কে না সুখী হতে চায়। আমাদের দেশের লোকজনও নিশ্চয়ই সুখী হতে চায়। দেশের লোকজন সুখী থাকবে, দেশে সুদিন আসবে তা সবারই আশা। সম্প্রতি এক সমীক্ষায় বলছে আমাদের দেশ মোট 156 টি দেশের মধ্যে সুখের নিরিখে 133 তম। এর কয়েক দিন আগেই এরকম একটা সমীক্ষায় জানা গিয়েছে দেশের এক শতাংশ মানুষের কাছে কেন্দ্রীভূত দেশের 73% সম্পদ। তারও আগে এরকম একটা সমীক্ষায় জানা গিয়েছিল দেশের 80% মানুষের দৈনিক সর্বোচ্চ খরচ করার সীমা 20 টাকা অর্থাৎ মাসে 600 টাকা। যাইহোক পরিসংখ্যান এর উপর পরিসংখ্যান কেমন যেন তারিখের পর তারিখ মনে হয়। সমালোচকরা বলেন লেখক নিজের মতামত প্রমাণ করার জন্য পরিসংখ্যান গুলোও নিজের মত সাজিয়ে নেন। তবে চারপাশের দেখলে কেমন যেন মনে হয় পরিসংখ্যান গুলোর মধ্যে কিছুটা হলেও সত্যতা রয়েছে। মানে ঐ সুদিন, সুখ এইগুলো বোধহয় এখনও হস্তগত হয় নি। তা না হলে দেশের বাম রাজ্য গুলি থেকে যখন বামেরা প্রায় অপসারিত, সর্বশক্তিমান বাম নেতার মূর্তি বুলডোজারের ধাক্কায় ভূমিতে পদানত, শূন্য বেদীর সামনে দাঁড়িয়ে বাম নেতাদের ততোধিক শূন্য চাহণি তখন কেমন যেন লাল পতাকায় ঢেকে(ভাবতে ভুল হচ্ছিল, ভাবছিলাম তিরিশ বছর আগেকার সোভিয়েত ইউনিয়নের ছবি) এক নিখাদ অবাম রাজ্যে ঋণ মুকুব সহ বিভিন্ন দাবি নিয়ে কৃষকদের লং মার্চ। তারপর এই বঙ্গের সর্বশ্রেষ্ঠ বাজারে পত্রিকায় পড়ছিলাম (আমার Facebook এর এক কমিউনিস্ট বন্ধু আশংকা প্রকাশ করছিলেন ঐ লং মার্চের সাথে কোনো গণশক্তির সাংবাদিক ছিলেন না) যারা ঐ লং মার্চে হাটছে তাদের পা ফেঁটে রক্ত ঝরছে(পায়ে শৃঙ্খল থাকা অবস্থায় হাটলে যেমন রক্ত ঝরে, সেই যেন অমোঘ উক্তি মেহনতি মানুষের হারানোর জন্য কিছু নেই আছে শুধু শৃঙ্খল আর জিতে নেওয়ার জন্য গোটা দুনিয়া) আর আরেক দল মেহনতি মানুষ ভোর রাতে ডাব্বা নিয়ে তাদের সহযোদ্ধা দের খাবার দেবার জন্য প্রস্তুত। অনেক দিন পর ম্যাক্সিম গোরকির মা কে যেন কাছ থেকে দেখতে পেলাম। এইবার যেন মনে হচ্ছে পরিসংখ্যান সবটা ঠিক বলে না। কেননা ভোটের পাটিগণিতে ভারতে বাম বিদায় প্রায় সম্পূর্ণ। আসলে মানুষ হয়ত বেঁচে রয়েছে, কিন্তু সুখী হতে পারে নি, মেশিন দ্রব্য উৎপাদন করছে, কতদিন করবে, যদি ভোগকারীই না থাকে। এক শতাংশ লোক আর কত খাবে, খেতে খেতে যখন তাদের পেট ফেটে যাবে, তখন তো আর মেশিন চলবে না। তাই ঐ বাকি লোকদের খাওয়ানো র ব্যবস্থা কর। আর ঐ মেশিনের তেল, জল ঐ নিরানব্বই শতাংশ লোকের রক্ত আর ঘাম। যদি ওরা না খায় মেশিন বন্ধ হবে। বুলডোজার আর এগোবে না।
মতামত লেখকের নিজস্ব
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584