নিজস্ব সংবাদদাতা মেদিনীপুরঃ
নববর্ষের প্রথম দিনে দীর্ঘমেয়াদি ফুটবল প্রশিক্ষণ শিবিরের প্রশিক্ষণ শুরু হল শালবনি ব্লকের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠে । শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধান শিক্ষক প্রসূনকুমার পড়িয়া । শিবিরের প্রাসঙ্গিকতা ও উদ্দেশ্য তুলে ধরেন । প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ফুটবলার আমজাদ আলি খান ও গৌতম দেব। ক্রীড়া বিভাগের শিক্ষক দেবব্রত সাঁতরা, সোমনাথ দেব এবং সহযোগী শিক্ষক চন্দ্রকান্ত সিং এবং লক্ষ্মীনারায়ণ মুর্মু । পাশাপাশি, পরিচালন সমিতির সভাপতি সহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন ।
আরও পড়ুনঃ ঝাড়গ্রাম জেলার রোহিনীতে অনুষ্ঠিত হলো সুবর্ণ রৈখিক মিলন মেলা
প্রশিক্ষণ শিবিরে অনুর্দ্ধ ১৪ বছর বালক এবং অনুর্দ্ধ ১৭ বছর বালক বিভাগে অন্তত ষাট জন এবং অনুর্দ্ধ ১৪ বছর বালিকা বিভাগে ২৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ।বারপুজোর মধ্য দিয়ে শুভ উদ্বোধন এবং সভাপতি ও প্রধান শিক্ষকের গোলে বল মেরে খেলা ও শিবিরের প্রশিক্ষণ শুরু হয়। অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584