সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
ডায়মন্ডহারবার আদালতের অন্তর্ভুক্ত চারটি থানা নতুন ভাবে কাকদ্বীপ আদালতের সঙ্গে যুক্ত হওয়ার প্রতিবাদে ডায়মন্ডহারবার ক্রিমিনাল ও ফৌজদারি আদালতে আইনজীবীরা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিল।
ডায়মন্ড হারবার আদালতের অন্তর্ভুক্ত রায়দিঘি, মথুরাপুর, মন্দিরবাজার ও কুলপি থানা কাকদ্বীপ পুলিশ জেলার অন্তর্ভুক্ত হয়। এই থানার যাবতীয় মামলা কাকদ্বীপ আদালতে স্থানান্তরিত করার আদেশের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট জারি সূত্রের খবর।
ধর্মঘটে সামিল হয়েছেন ৫০০ আইনজীবী ও ৪০০ মোহরা। আইনজীবীদের দাবি, আদালতের অন্তর্ভুক্ত এই চারটি থানাকে ডায়মন্ডহারবার আদালতেরই অন্তর্ভুক্ত রাখতে হবে না হলে, ডায়মন্ড হারবার জেলার অন্তর্ভুক্ত চারটি থানাকে নতুন করে ডায়মন্ড হারবার কোর্টের অন্তর্ভুক্ত করতে হবে। এই দাবিতে প্রায় কয়েকশো আইনজীবী ধর্মঘটের পথ বেছে নিয়েছে। ধর্মঘটের জেরে অসুবিধায় পড়েছে কয়েক হাজার বিচারপ্রার্থী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584