একনজরে দেখে নিন অস্কারের দৌড়ে এবার কারা

0
75

ওয়েবডেস্কঃ

প্রকাশ হল ৯১ তম অস্কার পুরস্কারের নমিনি দের নাম । সম্প্রতি প্রকাশিত হয়েছে  ৯১ তম একাডেমি অ্যাওয়ার্ডের  নমিনেশন  তালিকা । গোটা দুনিয়ার সিনেমাপ্রেমীদের নজর ছিল নমিনেশনের  তালিকায় । কোন কোন ছবি ,পরিচালক, অভিনেতা ও অভিনেত্রী জায়গা পাবেন প্রাথমিক তালিকায় সেবিষয়ে কৌতুহল ছিল সবার ।

এই ঘোষণায় সমস্ত জল্পনার অবসান ঘটলো । সম্মানজনক এই অনুষ্ঠান কে সঞ্চালনা করবেন ,তা এখনও ঠিক হয়নি। ভারত থেকে কেউ প্রাথমিক তালিকায় জায়গা পাননি।আগামী ২৪ ফেব্রুয়ারি এই অনুষ্ঠানের আসর কে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে । একনজরে দেখে নেওয়া যাক সেই তালিকাঃ

সেরা অভিনেতার তালিকায় যাঁরা রয়েছেন
সেরা অভিনেতার তালিকায় ক্রিশ্চিয়ান ব্যালে ,ব্র্যাডলি কুপার, রামি মালেক, ভিগো মর্টেনসেন, উইলেম ড্যাফো, ভাইস-এর জন্য মনোনীত ক্রিশ্চিয়ান,আ স্টার ইস বর্ন-এ অভিনয় করে মনোনীত কুপার, বোহেমিয়ান র‍্যাপসোডির জন্য মনোনীত মালেক, গ্রিক বুকের অভিনেতা ভিগো মর্টেনসেন, অ্যাট ইটারনিটি’স গেট-এর অভিনেতা ড্যাফো।

সেরা চলচ্চিত্রের তালিকায় আছে ব্ল্যাক প্যান্থর ,  ব্যাককক্ল্যান্সমান , বোহেমিয়ান র‍্যাপসোডি ,  দ্য ফেভারিট , গ্রিক বুক , রোমা , ভাইস , আ স্টার ইস বর্ন ।(ফিচার ছবি-https://variety.com/2019/film/news/oscar-nominations-2019-list-1203112405/amp/?__twitter_impression=true)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here