জল খেতে চেয়ে অভিনব পদ্ধতিতে ডাকাতি

0
80

নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃমঙ্গলবার রাতে দুষ্কৃতীরা জলখাবারের নাম করে এক গৃহস্থ বাড়িতে ঢুকে বাড়ির লোকজন এদের ব্যাপকহারে মারধর করে ডাকাতি করে পালালো। ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার তাহেরপুর থানার অন্তর্গত জামাল ডাঙ্গা গ্রামে। ডাকাতদের লুটপাট করার প্রতিবাদ করার সময় বাড়ির এক মহিলাসহ ৩ জন ব্যাপক মারধর খেয়ে রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। আহতরা হলেন ভগিরত বিশ্বাস তার দুই ছেলে দীপক বিশ্বাস ও অমিত বিশ্বাস। পরিবারের থেকে অভিযোগ করা হয়েছে যে দুষ্কৃতীরা ৫ ভরি সোনার অলঙ্কার ও ৩০ হাজার নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে। তাহিরপুর থানার পুলিশ আধিকারিকরা এই ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে যে মঙ্গলবার রাতে কয়েকজন দুষ্কৃতী জল খেতে চেয়ে তাদের বাড়িতে আসেন। বৃদ্ধা মা ভগীরথী বিশ্বাস দরজা খুলে দেয়। দুষ্কৃতী তা ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে লুটপাট চালাতে গেলে বাধাদান ভগিরথী বিশ্বাস ও তার দুই ছেলে দীপক বিশ্বাস ও আমিন বিশ্বাস। দুষ্কৃতীরা বাধা পেয়ে ব্যাপক মারধর করে ওদেরকে ঘরে আটকে রাখে লুটপাট চালায় বলে অভিযোগ‌।
দুষ্কৃতী তা নগদ টাকা এবং সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে লিখিত অভিযোগ পাওয়ার পরে রায়পুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে এখন পর্যন্ত কোনো হদিস পায়নি দুষ্কৃতীদের পুলিশ।

ফিচার ছবি সংগৃহীত 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here