সর্বস্ব লুট করে মহিলাযাত্রীকে সংরক্ষিত কামরা থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ

0
131

নিজস্ব সংবাদদাতা,মালদহঃ

Looted everything and threw the women from the reserved rooms
আক্রান্ত যাত্রী।নিজস্ব চিত্র

ট্রেনের সংরক্ষিত কামরায় সর্বস্ব লুট করে মহিলা যাত্রীকে ট্রেন থেকে নীচে ফেলে দিল পাঁচ জনের এক দুষ্কৃতি দল।আপ যোগবানী ট্রেনে বৃহস্পতিবার ভোরে ফরাক্কার তিলডাঙা স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে।রেল পুলিশের সাহায্য গুরুতর জখম আবস্থায় ওই মহিলা যাত্রীকে উদ্ধার করে মালদহ মেডিকেলে ভর্তি করে পরিবারের লোকেরা।তবে এমন ঘটনায় ফের প্রশ্নের মুখে রেলে যাত্রী নিরাপত্তা।

Looted everything and threw the women from the reserved rooms
নিজস্ব চিত্র

রেল পুলিশ সুত্রে জানা গিয়েছে জখম মহিলা রেল যাত্রীর নাম অঞ্জলি দাস।বাড়ি কলকাতার নিউ গড়িয়া নয়াবাগ এলাকায়।তিনি পেশায় বুটিকের কাজ করেন। ছেলেকে সঙ্গে নিয়ে বিহারের পূর্ণিয়া যাচ্ছিলেন।বুধবার চিতপুর স্টেশন থেকে আপ যোগবানী ট্রেনের সংরক্ষিত এস ৬ কামরায় ওঠেন। বৃহস্পতিবার ভোর নাগাদ ট্রেনের প্রায় সমস্ত যাত্রী ঘুমাচ্ছিলেন।সেই সময় ট্রেনটি ফরাক্কার তিলডাঙা স্টেশনের কাছে গতি ধীরে করে।

আরও পড়ুনঃ মাথায় বন্ধুক ঠেকিয়ে লুট

ট্রেনের সংরক্ষিত এস ৬ কামরায় উঠে পড়ে পাঁচ জনের এক দুষ্কৃতি দল।তারা অঞ্জলি দাসের সমস্ত কিছু ছিনতাই করার চেষ্টা করে।শুরু হয় দুষ্কৃতিদের সঙ্গে ধস্তাধস্তি । দুষ্কৃতিরা মহিলাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে নীচে ফেলে দিয়ে তার সমস্ত কিছু নিয়ে চলন্ত ট্রেন থেকে নেমে পড়ে। মহিলার ছেলে ও অনান্য যাত্রীরা ট্রেনের চেন টানে কিন্তু ট্রেন দাঁড়ায়নি বলে অভিযোগ।

এমনকি দেখা মেলেনি কোন রেল পুলিশের।ওই মহিলার ছেলে মালদা টাউন স্টেশনে নেমে জিআরপি থানার দারস্থ হয়। ওই দিকে মহিলাকে রেল লাইনের ধারে পড়ে থাকতে দেখে রেল পুলিশ কর্মীরা উদ্ধার করে গৌড় এক্সপ্রেসে করে তাকে মালদা টাউন স্টেশনে পাঠায়।সেখানে রেল পুলিশ ও অনান্য যাত্রীদের সাহায্য মহিলাকে তার ছেলে মালদা মেডিকেলে ভর্তি করে। ঘটনায় জিআরপি থানায় অভিযোগ দায়ের করেছেন মহিলার পরিবার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here