‘সঙ্গীতের মহাযুদ্ধ’-তে বিচারকের ভূমিকায় অভিজিৎ, লোপামুদ্রা

0
160

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

কালারস বাংলায় চলতি মাসেই আসছে নতুন মিউজিক রিয়ালিটি শো ‘সঙ্গীতের মহাযুদ্ধ’। যার সঞ্চালনায় থাকছেন মীর। বলাবাহুল্য, রাজ চক্রবর্তী প্রযোজিত এই নন ফিকশনের দৌলতেই প্রথমবার সঙ্গীতের মঞ্চে সঞ্চালনার করবেন মীর। হাসির মঞ্চ কাঁপিয়েছেন তিনি। এবার সুরেলা সফরের সারথী তিনি।

Lopamudra Avijit
লোপামুদ্রা মিত্র-অভিজিৎ ভট্টাচার্য

চ্যানেল কদিন আগেই জানিয়েছে যে বিচারকের আসনে বসবেন ওস্তাদ রশিদ খান এবং টলিউড-
বলিউডের প্রখ্যাত সঙ্গীত পরিচালক জিত গাঙ্গুলি। থাকবেন আরও দুজন বিচারক। চ্যানেলের দৌলতেই জানা গেল সেই দুজনের নাম। অন্য দুই বিচারক হলে। প্রখ্যাত সঙ্গীত শিল্পী অভিজিৎ ভট্টাচার্য এবং লোপামুদ্রা মিত্র।

১৬ জন প্রতিষ্ঠিত প্রতিযোগীর প্রতিভার চুলচেরা বিশ্লেষণ করবেন বিচারকমণ্ডলী। ওই ষোলো জন প্রতিযোগীর মধ্যে রয়েছেন তীর্থ, দীপমালা হালদার, সৌম্য চক্রবর্তী, আরফিন রানা, প্রীতম রায়, সুমন মজুমদার, শালিনী মুখার্জি, রাহুল দত্ত, রাজদীপ মুখার্জি, শ্রয়ী পাল, শালিনী মুখার্জি, দিলাশা চৌধুরী, আহেঞ্জিতা ঘোষ, সায়ম পাল, হৃতি টিকাদার৷ সুপ্রতীপ ভট্টাচার্য।

আরও পড়ুনঃ ‘ডান্স ডান্স জুনিয়র সিজন টু’-তে এবার হেলেন ধামাকা

অগাস্ট মাস থেকেই টিভির পর্দায় আসছে ‘সঙ্গীতের মহাযুদ্ধ’। দিন এবং সময় জানা যাবে খুব শীঘ্রই। চোখ রাখুন কালারস বাংলায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here