নিজস্ব সংবাদাতা,আরামবাগঃ
আরামবাগের জয়রামপুরে লরি ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হন প্রায় ২৫ জন। এর মধ্যে গুরুতর জখম হন ৭ জন তাদের আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় আরামবাগ কলকাতা রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে যায়। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার দুপুর দেড়টা নাগাদ। গুরুতর জখম বাস চালক । লরির চালক পলাতক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খড়গপুর – তারকেশ্বর বাসটি তারকেশ্বরের দিকে যাচ্ছিল অপরদিকে আরামবাগমুখী একটি খালি লরি এসে বাসের মুখে ধাক্কা মারে, ফলে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়দের অভিযোগ লরির চালক মদ্যপ অবস্থায় ছিল । তার জন্যই এই দূর্ঘটনা ঘটেছে । মুখোমুখি সংঘর্ষের ফলে দুমড়ে মুচড়ে যায় লরি ও বাস।
স্থানীয় বাসিন্দা মহব্বত খান জানান, দূর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে পুলিশ কে খবর দিলেও পুলিশ দেরিতে আসে। প্রায় ঘন্টাখানেক রাস্তা অবরুদ্ধ থাকে । গুরুতর জখম বাস চালকসহ যাত্রীদের উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠায় স্থানীয়রা। চালকের অবস্থা আশঙ্কাজনক। পরে আরামবাগ থানার পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। বাস ও লরিকে আটক করে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584