নিজস্ব সংবাদদাতা,মালদহঃতোলা না দেওয়ায় ফের আক্রান্ত লরি চালক। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে, মহদীপুর সীমান্তে। লরি থামিয়ে তোলা আদায়ের চেষ্টা করে দুস্কৃতিরা। বাধা দিতে গেলে লরি চালকের চোখে লাঠির গুতো মারার অভিযোগ উঠে দুস্কৃতিদের বিরুদ্ধে। লরি চালককে বেধড়ক মারধরও করার অভিযোগ ওঠে তোলাবাজদের বিরুদ্ধে। অভিযোগ, তোলা না দেওয়ার কারণে দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে লরিচালককে। বর্তমানে তার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। তার ডান চোখে গুরুতর আঘাত লেগেছে। অভিযোগ, সেই চোখে দেখতে পাচ্ছেনা আক্রান্ত চালক। পুলিশ সূত্রে জানা গিয়েছে আক্রান্তর নাম, জহরুল হোসেন(৩০)। বাড়ি মুর্শিদাবাদের বহরমপুর এলাকায়। আক্রান্ত চালক পিয়াজ বোঝাই লড়ি নিয়ে সীমান্তে যাচ্ছিলেন বাংলাদেশে রপ্তানির জন্য। সেই সময় তোলাবাজরা লরি আটকে টাকা চায়। টাকা না দিলে চোখে লাঠির গুতো মারে বলে অভিযোগ। ঘটনার পর দুস্কৃতিরা পালিয়ে গেলে আহত চালককে উদ্ধার করে অন্য লরির চালকরা ভরতি করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। তবে কি কারনে মারধোরের ঘটনা তা তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584