সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
রবিবার সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে ফারাক্কার ৩৪ নম্বর জাতীয় সড়কের সৈয়দ নুরুল হাসান কলেজ ও পেট্রোল পাম্প সংলগ্ন রাস্তার ধারে।

জানা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল একটি রড বোঝাই ১৪ চাকার লরি। কলকাতার দিক থেকে আসা একটি লরি দাঁড়িয়ে থাকা ওই লরিটিকে পেছন থেকে ধাক্কা মারলে দুমড়ে-মুচড়ে যায় গাড়ির সামনের অংশ। গাড়িতে আটকে পড়ে চালক, দেখতে পেয়ে বাসিন্দারা ছুটে আসে। খবর দেওয়া হয় ফরাক্কা থানায়। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ওই গাড়ি চালককে উদ্ধার করার কাজ শুরু হয়। গ্যাস কাটার দিয়ে কেটে বের করার চেষ্টা করা হয় চালককে। জানা গিয়েছে আটকে থাকা চালকের নাম মাতিউর রহমান, বাড়ি কালিয়াচক।

এরপর গাড়ির মালিক ঘটনাস্থলে পৌঁছায়। ২ ঘণ্টার চেষ্টার পর উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। দুর্ঘটনার ফলে প্রায় ঘন্টাখানেক রাস্তায় যান চলাচল বন্ধ থাকে পরে ফরাক্কা থানা পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয় ওঠে।
আরও পড়ুনঃ জলঙ্গীতে আবারও মোটর সাইকেল-টোটোর সংঘর্ষে গুরুতর আহত ১
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584