কবির হোসেন, মুর্শিদাবাদঃ
হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল ফিরিয়ে দিলো সালার থানা পুলিশ। সোমবার প্রায় ১১ টি হারানো বা চুরি যাওয়া মোবাইল বাড়ি গিয়ে ফেরত দিলো সালার থানার পুলিশ । সোমবার সকালে সালার থানা পুলিশ বাড়ি বাড়ি গিয়ে মোবাইলে উপভোক্তা দের হাতে হারিয়ে যাওয়া মোবাইল গুলো তুলে দেয় । মুর্শিদাবাদ জেলা পুলিশ বিগত কয়েক মাস ধরে বাড়ি বাড়ি গিয়ে হারিয়ে যাওয়া চুরি হওয়া মোবাইল গুলি উদ্ধার করে তাদের উপভোক্তাদের কাছে পৌঁছে দেন সালার থানার ভার প্রাপ্ত আধিকারিক ইন্দ্রনীল মহন্ত ও অন্যান্যরা।
খোয়া যাওয়া মোবাইলের উপভোক্তা রা এই কাজের জন্য মুর্শিদাবাদ জেলা পুলিশ তথা সালার থানার ভূয়শী প্রশংসা করেন । এমনই একজন উপভোক্তা হাবিবুল্লাহ তার মোবাইল ফিরে পায় ভীষণ খুশি। তিনি বলেন যে “ভেবেছিলাম হারিয়ে যাওয়া মোবাইল আর পাওয়া যাবে না কিন্তু সালার থানার পুলিশ মোবাইল ফিরিয়ে দেওয়ায় আমি অত্যন্ত আনন্দিত।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584