প্রেমদিবসে এল ‘লাভ হেট ধোকা’, প্রিমিয়ারে চাঁদেরহাট

0
440

নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ

সিনেপ্রেমীরা আজ থ্রিলারমুখী। তবে ধীরে ধীরে টলিউডের থ্রিলারের ধাঁচে আসছে পরিবর্তন। বদলাচ্ছে মেকিংয়ের কায়দা। ইতিমধ্যেই দর্ডক দরবারে হাজির আরও এক থ্রিলার ছবি ‘লাভ হেট ধোকা’।পরিচালক চিরঞ্জিত ঘোষাল এটিকে শুধু থ্রিলার বলছেন না, বলছেন রোম্যান্টিক সাইকো থ্রিলার।

love hate dhoka | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

গল্পটা একটু বলা যাক। রুদ্র (রিমন) এবং মেঘনাকে (সঞ্জনা) রয়েছে গল্পের কেন্দ্রে। তাদের জীবনে জড়িয়ে পড়ে কিছু অতীতের স্মৃতি। আর এই স্মৃতির মাঝে রুদ্রর জীবনে আবারও ফিরে আসে তার পুরনো প্রেমিকা দিয়া (পপি)। আর এই আবহের মধ্যেই থাকে খুনের ঘটনা।

love hate dhoka | newsfront.co
ছবিঃ প্রতিবেদক
love hate dhoka | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

একদিকে মার্ডার মিস্ট্রি অন্যদিকে রুদ্র, মেঘনা, দিয়ার ত্রিকোণ প্রেম। এখন প্রশ্ন হল, এই খুনের ঘটনায় সরাসরিভাবে জড়িত কে? রুদ্রর ভালোবাসায় আপন হবে কে? কেই বা দেবে ধোঁকা? -এ সব কিছুর উত্তর পেতে অবশ্যই দেখতে হবে ‘লাভ হেট ধোকা’।

love hate dhoka | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

শুত্রুবার দক্ষিণ কলকাতার বিজলী সিনেমাহলে পরিচালক, প্রযোজক সহ কলাকুশলীদের উপস্থিতিতে হয়ে গেল এই ছবির স্ক্রিনিং।

love hate dhoka | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

‘রানি সতী এন্টারটেনমেন্ট’ নিবেদিত সত্যনারায়ণ আগরওয়াল প্রযোজিত এই রোম্যান্টিক সাইকো থ্রিলার ছবির পরতে পরতে রয়েছে সাসপেন্সের ছোঁয়া। ছবি দেখে সেটা টের পাবেন আপনি।

love hate dhoka | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

প্রসঙ্গত, এই ছবিতে কিছু নতুন মুখ তুলে ধরেছেন পরিচালক চিরঞ্জিৎ ঘোষাল। যেখানে সঞ্জনা, রিমন এবং পপির মতো নতুনদের দেখতে পাবেন দর্শকেরা। এ ছাড়াও ছবিতে অভিনয় করেছেন রেশমী ভট্টাচার্য, বিশ্বজিৎ চক্রবর্তী, প্রেমজিৎ মুখার্জি, সুদীপ মুখার্জি, দিগন্ত বাগচি, প্রমুখ।

love hate dhoka | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

ছবির সংগীতের দায়িত্ব সামলেছেন সুতীর্থ, কবির, রোহন ও রাকেশ এবং ছবিতে গানের জাদু ছড়িয়েছেন নচিকেতা, রূপঙ্কর, কৌশানী, সুতীর্থ, মুন এবং সুজয় ভৌমিক। আফজল আহমেদ খানের কাহিনী অবলম্বনে ছবির চিত্রনাট্য ও সম্পাদনা করেছেন পরিচালক চিরঞ্জিৎ ঘোষাল স্বয়ং।

সিনেমা প্রসঙ্গে:

প্রায় ২ঘন্টা ১০মিনিটের এই ছবিতে এক অভিনব রোম্যান্টিক সাইকো থ্রিলার গল্পের সঙ্গে পরিচিত হবেন দর্শক। কলকাতা ,ঝাড়খন্ড, আসানসোল এবং ইন্দোনেশিয়ার বালিতে হয়েছে এই ছবির শ্যুটিং।

love hate dhoka | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

ফলে, দৃশ্যসুখ রয়েছে ছবিতে।একইসঙ্গে সিনেমাটোগ্রাফার সৌরভ সরকারের দুর্দান্ত সিনেমাটোগ্রাফি দর্শকদের ছবির শেষ পর্যন্ত ধরে রাখতে সাহায্য করবে। তবে, অভিনয় প্রসঙ্গে বলতে গেলে নবাগতদের অভিনয়ের ক্ষেত্রে আরও যত্নশীল হওয়া প্রয়োজন ছিল। অনুশীলনই শেষ কথা- তা প্রমাণ হল আরও একবার।

আরও পড়ুনঃ মজার ঢঙে সিরিয়াস বিষয়ের উপস্থাপনা ‘তুই আমার হিরো’ আসছে

এদিন নিজের প্রথম বাংলা ছবি ‘লাভ হেট ধোকা’-র স্ক্রিনিং-এ এসে পরিচালক চিরঞ্জিৎ ঘোষাল জানান, “এ ধরনের গল্প দর্শক এর আগে কখনও দেখেননি।

love hate dhoka | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

একইসঙ্গে এখানে আমি নতুন নতুন ছেলেমেয়েদের নিয়ে কাজ করেছি। এই ছবির মাধ্যমে নতুনদের সুযোগ করে দেওয়াটা আমার কাছে রীতিমতো চ্যালেঞ্জ ছিল। আশা করি ওরা আগামীদিনে আরও ভাল কাজ করবে।”

ডিস্কো জকি হিসেবে প্রতিষ্ঠিত তিনি। নবাগত অভিনেতা রিমন জানান, “বরাবরই আমার অভিনেতা হওয়ায় ইচ্ছে ছিল। আশাকরি এই ছবি সকলের ভাল লাগবে। আর আমিও ভবিষ্যতে আরও ভাল কাজ করার চেষ্টা করব।”

love hate dhoka | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

‘মেঘনা’ চরিত্রে নবাগতা অভিনেত্রী সঞ্জনা বলেন- ” আমি অপেক্ষায় ছিলাম আজকের এই দিনটির জন্য। আমরা প্রত্যেকেই নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করছি। ভবিষ্যতে আরও ভাল কাজ করতে চাই।”

আরও পড়ুনঃ গ্রীষ্মের ছুটিতেই আসছে ‘টনিক’, বসন্তে পোস্টার লঞ্চ

love hate dhoka | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

“এই ছবি ঘিরে আমাদের অনেক এক্সপেক্টেশন আছে। আশাকরি দর্শকদের এক অন্য ধরনের গল্প উপহার দিতে পেরেছি”-এদিন ছবির স্ক্রিনিং সম্পর্কে এমনই মন্তব্য করেন নবাগতা অভিনেত্রী পপি ।

এই ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী রেশমি ভট্টাচার্য। ছবি প্রসঙ্গে তিনি জানান, “চিরাচরিত গল্প থেকে সরে এক ভিন্ন স্বাদের গল্প এই ছবিতে উপভোগ করতে পারবেন দর্শক।”

একদিকে নতুন পরিচালক অন্যদিকে ছবিতে রয়েছে নতুন মুখের সারি। এদিন প্রযোজক সত্যনারায়ণ আগরওয়ালা বলেন,” চিরঞ্জিৎ খুবই ট্যালেনটেন্ড ছেলে। এখানে প্রত্যেকেই খুব পরিশ্রম করেছে। একজন প্রযোজক হিসেবে নতুনদের সুযোগ করে দেওয়াটা আমার কর্তব্য বলে মনে করি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here