নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বেহাল শিক্ষা ব্যবস্থার এমনই ছবি উঠে এলো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের যাদবপুর জুনিয়ার হাই স্কুলে। জানাযায় এই স্কুলের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পঠন-পাঠন করানো হয়, স্কুলের ছাত্র সংখ্যা ৯৬ জন আর শিক্ষক মাত্র একজন।
একজন শিক্ষক কিভাবেই বা ছাত্র-ছাত্রীদের সঠিক সময় দেবেন, কীভাবেই বা ছাত্র-ছাত্রীদের পড়াশুনো হবে, এখন এটাই বড় প্রশ্ন। স্কুলে এক বছর আগে সবকিছুই ঠিকঠাক ছিল। ছিলেন চারজন শিক্ষক। পরে হয় দুই জন শিক্ষক।
আরও পড়ুনঃ করোনা ভাইরাস নিয়ে সেমিনার ভগবানগোলায়
ছয় মাস আগে ট্যান্সফার নিয়ে অন্যত্র চলে যান আর এক শিক্ষক। শারীরিক অসুস্থতার কারনে পরলোক গমণ করেন আরও এক জন শিক্ষক। বর্তনানে একজন শিক্ষকই চালাচ্ছে স্কুল।
এলাকাবাসীদের দাবি দ্রুত শিক্ষক নিয়োগ করা হোক এই স্কুলে। যদি এই বিষয়ে চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের স্কুল পরিদর্শক কৌশিক সাহা বলেন, দ্রুত স্কুলে শিক্ষক নিয়োগের বিষয়টি নিয়ে জেলাস্তরে আলোচনা করা হয়েছে খুব শীঘ্রই শিক্ষক নিয়োগ করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584