ছাত্র ৯৬ শিক্ষক ১, বেহাল শিক্ষা ব্যবস্থা

0
196

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

low class education system in jadavpur high school | newsfront.co
পড়ুয়া। নিজস্ব চিত্র

বেহাল শিক্ষা ব্যবস্থার এমনই ছবি উঠে এলো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের যাদবপুর জুনিয়ার হাই স্কুলে। জানাযায় এই স্কুলের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পঠন-পাঠন করানো হয়, স্কুলের ছাত্র সংখ্যা ৯৬ জন আর শিক্ষক মাত্র একজন।

low class education system in jadavpur high school | newsfront.co
নিজস্ব চিত্র

একজন শিক্ষক কিভাবেই বা ছাত্র-ছাত্রীদের সঠিক সময় দেবেন, কীভাবেই বা ছাত্র-ছাত্রীদের পড়াশুনো হবে, এখন এটাই বড় প্রশ্ন। স্কুলে এক বছর আগে সবকিছুই ঠিকঠাক ছিল। ছিলেন চারজন শিক্ষক। পরে হয় দুই জন শিক্ষক।

low class education system in jadavpur high school | newsfront.co
শিক্ষা কর্মাধ্যক্ষ। নিজস্ব চিত্র
low class education system in jadavpur high school | newsfront.co
কিংকর চন্দ্র ধর, শিক্ষক। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ করোনা ভাইরাস নিয়ে সেমিনার ভগবানগোলায়

ছয় মাস আগে ট্যান্সফার নিয়ে অন্যত্র চলে যান আর এক শিক্ষক। শারীরিক অসুস্থতার কারনে পরলোক গমণ করেন আরও এক জন শিক্ষক। বর্তনানে একজন শিক্ষকই চালাচ্ছে স্কুল।

low class education system in jadavpur high school | newsfront.co
সবুজ মজুমদার, স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র

এলাকাবাসীদের দাবি দ্রুত শিক্ষক নিয়োগ করা হোক এই স্কুলে। যদি এই বিষয়ে চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের স্কুল পরিদর্শক কৌশিক সাহা বলেন, দ্রুত স্কুলে শিক্ষক নিয়োগের বিষয়টি নিয়ে জেলাস্তরে আলোচনা করা হয়েছে খুব শীঘ্রই শিক্ষক নিয়োগ করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here