নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুরঃ
জেলার ইসলামপুরের আলুয়াবাড়ি রেল স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে বসানো হল ওয়াটার ভেন্ডিং মেশিন।অ্যাপেক্স মারফৎ জল-রোগ মুক্ত জীবনের জন্য এই মেশিন বসিয়েছে রেল।এই মেশিনের উদ্বোধন করেন কাটিহার ডিভিশনের আধিকারিক বলভদ্র গিরি।উপস্থিত ছিলেন স্থানীয় স্টেশন ম্যানেজার হেমন্ত কুমার তিওয়ারি ও রিজার্ভেশন সুপারভাইজার বিনয় কুমার সিংহ সহ অন্যান্যরা।এই ওয়াটার ভেন্ডিং মেশিনের মাধ্যমে রেল যাত্রীরা স্বল্পমূল্যে বিশুদ্ধ পানীয় জল খেতে পারবেন বলে জানিয়েছেন স্থানীয় স্টেশন ম্যানেজার হেমন্ত কুমার তিওয়ারি।যাত্রীরা বোতল নিয়ে এলে তিনশ মিলি জলের মূল্য এক টাকা,পাঁচশ মিলি তিন টাকা,এক লিটার পাঁচ টাকা, দুই লিটার আট টাকা এবং পাঁচ লিটার কুড়ি টাকা করে লাগবে।পাশাপাশি প্যাকেট জল তিনশ মিলি দুই টাকা,পাঁচশ মিলি পাঁচ টাকা,এক লিটার আট টাকা,দুই লিটার বারো টাকা এবং পাঁচ লিটার পঁচিশ টাকা করে লাগবে গ্রাহকদের।এই মেশিন বসানোর পর রীতিমতো খুশি রেলের গ্রাহকরা।তাদের দাবি,এই পরিষেবা প্রয়োজন ছিল।বিশেষ করে গরমের সময় পরিশ্রুত পানীয় জলের জন্য রেলের যাত্রীদের দৌড়াদৌড়ি করতে দেখা যায়।এবার সেই সমস্যার সমাধান হলো।ট্রেনেও আর যাত্রীদের অতিরিক্ত পয়সা দিয়ে জল কিনতে হবেনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584