নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
লকডাউনে রাজ্য সরকারের তরফে শিশু ও প্রসূতিদের খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির মাধ্যমেও৷
কেন্দ্রগুলি থেকে শিশু ও প্রসূতিদের মাথা পিছু দু’কিলো চাল, দু’কিলো আলু ও তিনশো গ্রাম মুসুর ডাল দেওয়ার নির্দেশিকা জারি হয়েছে৷ মালদহ জেলায় সেই কাজ শুরুও হয়ে গিয়েছে৷ কিন্তু এবার কেন্দ্র থেকে নিম্নমানের খাদ্যসামগ্রী বিলি করার অভিযোগ উঠল পুরাতন মালদহে৷ শুধু মান নিয়েই নয়, প্রশ্ন উঠেছে খাদ্যদ্রব্যের পরিমাণ নিয়েও৷
আরও পড়ুনঃ হোয়াটস্যাপে অর্ডার করলেই বাড়িতে মিলবে প্রয়োজনীয় সামগ্রী
আজ গোটা ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে সাহাপুর গ্রাম পঞ্চায়েতের দশরথ কলোনি এলাকা৷ আজ সকাল থেকেই পুরাতন মালদহর সাহাপুর সংলগ্ন দশরথ পল্লির তিন নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশু ও প্রসূতিদের খাদ্য সামগ্রী বিলির কাজ শুরু হয়৷ ওজনে কম পরিমান সামগ্রী দেওয়া হচ্ছে, অভিযোগে অনেকে ওই খাদ্য সামগ্রী নিলেও পরে ফেরত দেন৷ বাকিরা সেন্টারের খাদ্য সামগ্রী নেননি৷ খাদ্য সামগ্রীর পরিমাণ ও মানের প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রাহকরা। পুলিশ আশ্বস্ত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584