নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মাঝে আর দুটি দিন তারপরেই শুরু হবে বাগদেবীর আরাধনা।যে সকল স্থানে পুজো হওয়ার রয়েছে তার প্রস্তুতি পর্ব প্রায় শেষের পথে ।তবে এবছর পুজোতে তেমন সাড়া পাওয়া যাচ্ছে না স্কুল থেকে শুরু করে প্রতিমার পসরা সাজিয়ে বসা দোকানদার দের মধ্যে।কারণ একটাই বাগদেবীর পুজোর ঠিক পরেই শুরু হচ্ছে ছাত্র-ছাত্রীদের মাধ্যমিকের পরীক্ষা।সারাটা বছর রুটিন পাঠে মগ্ন থাকলেও ছাত্রছাত্রীরা মূলত বছরের এই একটি দিনেই আনন্দে মেতে ওঠে বাগদেবীর আরাধনায়।তাতেও বাদ সেধেছে এ বছরের মধ্যশিক্ষা পর্ষদ।স্বাভাবিক কারণেই শুধু মাধ্যমিক পরীক্ষার্থী রাই বঞ্চিত হবেন এই পুজোতে তা নয় ,যে সকল স্কুলগুলিতে মাধ্যমিকের জন্য পরীক্ষা কেন্দ্র হিসাবে বিবেচনা করা হয়েছে তারাও খানিকটা চিন্তিত,পুজোর ঠিক পরেই পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য।ফলে ছাত্র-ছাত্রীদের কাছে এবছর এই বিশেষ দিনটি খানিকটা গুরুত্বহীন হয়ে পড়েছে।মধ্যশিক্ষা পর্ষদের এই ধরনের সিদ্ধান্তে মন ভারাক্রান্ত ছাত্র-ছাত্রীদের।আর তারই প্রভাব গিয়ে পড়ছে বাজারে প্রতিমার পসরা সাজিয়ে বসা দোকানিদের।ছোট থেকে বড় প্রতিমা অনেক।
দামেরও তেমন একটা পার্থক্য নেই গত বছরের মতো।পসরা সাজিয়ে বসা দোকানদারের কথায় সবচেয়ে ছোট্ট প্রতিমার দাম ৫০ থেকে ৬০ টাকা এবং বড় প্রতিমার দাম ১০০০ থেকে ১২০০ টাকার মধ্যেই রয়েছে।তাতেও দেখা নেই খদ্দেরের তাই চিন্তিত দোকান দারেরাও।অনেক কারিগর আবার সারা বছরের এই দিনটিকে তাকিয়ে থাকেন কিছু অর্থ উপার্জনের জন্য ।পুজোর ঠিক আগে শুরু হয়ে যায় নিজ হাতে প্রতিমা গড়ার কাজ।সেগুলি নিজেই বিক্রি করতে বসেছেন বেশিরভাগ কারিগর।তবে এই বছরই পুজোর ঠিক পরেই মাধ্যমিক পরীক্ষার জন্য তেমন ভাবে এখনও প্রতিমার অর্ডার পাচ্ছেন না কারিগরেরা।এ বছর তাদের পরিশ্রমের ফল তেমন একটা হওয়ার সম্ভাবনা নেই বলে চিন্তিত তারাই।বেলদার এক প্রতিমা ব্যবসায়ী মন্টু সাউ এর বক্তব্য -“গত বছরের তুলনায় প্রতিমার দামের তেমন একটা পার্থক্য নেই ,তবে মাধ্যমিক পরীক্ষা এই পুজোর ঠিক পরে হবার জন্য মনে হয় খদ্দেরের তেমন একটা চাহিদা দেখা যাচ্ছে না।বিক্রি-বাট্টা মোটের উপর এই চলছে।এবছর লাভের অঙ্ক দেখতে পাব কিনা চিন্তায় রয়েছি।”
আরও পড়ুনঃ মিথ্যা খবর সম্প্রচার রুখতে হোয়াটসঅ্যাপকে চিঠি কেন্দ্রের
তবে সর্বমোট এবছরের সরস্বতী তথা বাগদেবীর আরাধনায় মাতোয়ারা হয়ে ছাত্র ছাত্রীরা যে আনন্দ উপভোগ করত বছরের এই দিনটিতে তা সরকারের সিদ্ধান্তে মন মরা ছাত্র ছাত্রীরা।সেই সঙ্গে যে সকল ক্লাব ও বিভিন্ন প্রতিষ্ঠান এই পুজো করে আসছেন তাদেরকেও পরীক্ষার জন্য বিশেষভাবে প্রস্তুতি নিয়ে পুজোর আয়োজন করতে হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584