কবীর হোসেইন, স্পোর্টস ডেস্কঃ
রুদ্ধশ্বাস ম্যাচে শেষ হাসি লখনৌ সুপার জাইন্টস-এর। বৃহস্পতিবার ব্রাবোর্ন স্টেডিয়াম টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অধিনায়ক কে এল রাহুল। কিন্তু চেন্নাই সুপার কিংস শুরুতেই ঋতুরাজ গাইকোয়াডকে হারালেও মঈন খান ও বর্ষিয়ান ব্যাটার রবিন উথাপ্পা স্কোরবোর্ডে ৫৬রান করেন এই দুজন ব্যাটার। রবিন উথাপ্পা আইপিএলের এই সিজনের প্রথম অর্ধশত রান করেন। চেন্নাই সুপার কিংস এর অপর তারকা মঈন আলি সিজনের প্রথম ম্যাচে ৩৫ রান করে আউট হন। ভিসা সমস্যার জন্য তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম ম্যাচ খেলতে পারেননি।
ব্যাটিং তালিকায় চার নম্বরে উঠে আসা শিভম দুবে ৪৯ রানের ঝকঝকে ইনিংস খেলেন। এছাড়া রবীন্দ্র জাদেজা (১৭)আম্বাতি রাইডু(২৭) প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি মূল্যবান দ্রূত ১৬ রান করেন। চেন্নাই সুপার কিংস নির্ধারিত কুড়ি ওভারে ২১০ রান করেন। লখনৌ সুপার জাইন্টসের আবেশ খান ,অ্যান্ড্রু টাই ও রবি বিষ্নু দুটি করে উইকেট নেন।
আরও পড়ুনঃ ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ম্যাচে মুখ থুবড়ে পড়লো কেকেআর
২১১ রান তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত করে সুপার জাইন্টসের অধিনায়ক কে এল রাহুল ফিরলেও কুইন্টন ডি কক। প্রথম উইকেটে মাত্র ১০.২ ওভারে ৯৯ রান তোলে।রাহুল ফিরে গেলেও কুইন্টন ডি কক তার অর্ধশত রান পূর্ণ করেন। ডি কক ৬১ রানে প্রিটোরিউসের বলে আউট হন। এসময় লখনোউ সুপার জাইন্টস দ্রুত রাহুল ও মানিশ পান্ডের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ।এমত অবস্থায় ইভেন লুইস (৫৫*) দুর্দান্ত ইনিংস খেলেন এবং দীপক হুড্ডা (১৩) ও গত ম্যাচের হিরো আয়ুস বাদনী ৯ বলে ১৯ * রানের ইনিংসের ভর করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
আরও পড়ুনঃ IPL2022: রাহুল তেওটিয়ার ব্যাটিংয়ের দাপটে প্রথম ম্যাচ জিতল গুজরাট টাইটান্স
চেন্নাই সুপার কিংস এর নতুন অধিনায়ক রবীন্দ্র জাদেজা পরপর দুই ম্যাচে হেরে অনেকটাই চাপে পড়ে গেল গতবারের চ্যাম্পিয়নরা। ।১৯ তম শিবম দুবে ওভারে ম্যাচের ভবিষ্যৎ নির্ণয় করে দেয়। এভিন লুইস ২৩ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন। ছয় টি চার এবং তিনটি চার দিয়ে সাজানো তার এই মূল্যবান ইনিংস। ম্যাচের সেরা এভিন লুইস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584