পিয়া গুপ্তা,বিনোদন ডেস্কঃ

১ মার্চ মুক্তি পাচ্ছে নতুন পরিচালক লক্ষ্ণ উতেকার পরিচালিত ‘লুকা চুপি’।এই ছবিতে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান ও কৃতি শ্যানন।ছবির প্রযোজক দীনেশ ভিজান।সদ্য প্রকাশিত হয় লুকা চুপির ট্রেলার।
বর্তমান সময়ের বাস্তব চিত্র এই ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে।এই ছবিতে রোম্যান্টিকতা আর কমেডির মাধ্যমে তুলে ধরা হয়েছে লিভ টুগেদারের বাস্তব চিত্র।

লুকা চুপি’ ছবির একটি দৃশ্যে নায়ক নায়িকাকে বিয়ের প্রস্তাব দেয়।‘চল বিয়ে করি.. কি! বিয়ে করবো? তুমি পাগল হয়েছ নাকি! বিয়ে না, চল আমরা একসঙ্গে থাকি। আজকাল তো এগুলো হরহামেশাই হচ্ছে আর অনেকেই থাকছে…’।
আরও পড়ুনঃ সমকামিতার উপর ভর করেই “এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা”


ট্রেলারে দেখা যাচ্ছে হোটেলে একসঙ্গে থাকতে গিয়ে অনেকটা বিব্রতকর পরিস্থিতে পড়েন কার্ত্তিক-ক্রিতি।ভাড়া বাড়িতে থাকতে গিয়েও একই পরিস্থিতর মুখোমুখি হন এ দু’জন।কোথাও যেন স্বস্তি নেই।শেষমেষ নিজেদের পরিবারের কাছেই হাতেনাতে পড়েন তারা।রোম্যান্টিকতার পাশাপাশি ফুল কমেডিতে ভরপুর এই ছবি।এই ছবিতে কার্ত্তিক-ক্রিতি ছাড়াও আরো অভিনয় করেছেন অপ্রশক্তি খুরানা ও পঙ্কজ ত্রিপাথি’র মতো তারকারা।লুকা চুপি ছবির নেহা কাক্কার ও টনি কাকারের কোকা-কোলা’ গান টি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে খুব জনপ্রিয় হয়ে উঠেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584