স্পোর্টস ডেস্কঃ-
উয়েফার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার লুকা মদ্রিচ। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও মিশরের মোহাম্মদ সালাহকে পিছনে ফেলে প্রথমবারের মত উয়েফা বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতলেন তিনি।বৃহস্পতিবার (৩০ আগস্ট) রাতে মোনাকোয় এক জমকালো অনুষ্ঠানে তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়।
২০১৩ সালে ফ্রাঙ্ক রিবেরির পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি বাদে নতুন কেউ হলেন উয়েফার বর্ষসেরা। মদ্রিচ অবশ্য শুধুমাত্র উয়েফার বর্ষসেরাই হননি, সেরা মিডফিল্ডারের খেতাবও গেছে তার কাছেই।
সদ্য শেষ হওয়া রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে তুলতে বড় অবদান রেখেছিলেন মদ্রিচ। সে কারণে জিতেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’।
উল্লেখ্য, উয়েফার পক্ষ থেকে বর্ষসেরা পুরস্কারের জন্য ১০ জনের একটা প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছিল। সেই তালিকায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লুকা মদ্রিচ, মুহাম্মদ সালাহ, কেভিন ডি ব্রইন, আঁতোয়া গ্রিজম্যান, কিলিয়ান এমবাপ্পে, এডেন হ্যাজার্ডের নাম থাকলেও ছিলনা মেসির নাম।
(ফিচার ছবি-Croatia Week)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584