পড়ে থাকা মৃতদেহ সৎকারের আর্জি! যাদবপুর থানাকে চিঠি এম আর বাঙ্গুর সুপারের

0
146

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

মর্গে পড়ে রয়েছে বিশাল পরিমাণ স্তুপাকৃতি মৃতদেহ। পড়ে থাকা ১৫ টি মৃতদেহের মধ্যে ৬ টির পাশে কোভিড পজিটিভও উল্লেখ রয়েছে। এমনই পড়ে থাকা দেহগুলিকে সৎকারের আর্জি জানিয়ে যাদবপুর থানাকে চিঠি লিখেছেন এমআরবাঙুর কর্তৃপক্ষ, সুপার শিশির নস্কর। এমনই চিঠির প্রতিলিপি পাওয়া গিয়েছে এক শীর্ষস্থানীয় স্বাস্থ্যকর্তার মোবাইলে।

M R Bangur | newsfront.co
প্রতীকী চিত্র

যাদবপুর থানার আধিকারিকরাও এই চিঠির প্রাপ্তি স্বীকারের কথা মেনে নিলেও সরাসরি কোনও মন্তব্য করতে চাননি। তবে পুলিশ সূত্রে খবর, মর্গে দেহ জমা হলে এবং দাবিহীন থাকলে তা পুলিশ সৎকার করে দেয়। আর দাবি থাকলে তা পরিবারের হাতে তুলে দেওয়া হয়। গত কয়েক দিনে করোনা পরিস্থিতির কারণে প্রথামত সেই কাজ করা হয়নি। সেই কারণেই সুপার এমন চিঠি পাঠিয়েছেন।

Letter | newsfront.co
সেই চিঠি

প্রসঙ্গত, কিছুদিন আগেই বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে এক যুবককে বলতে শোনা যায় যে, করোনা ওয়ার্ডে মৃতদেহ পড়ে রয়েছে জীবিত রোগীদের মধ্যেই। তবে প্রশাসনের তরফে দাবি করা হয়, ভিডিওটি ভুয়ো। যদিও ঘটনার পরে পরেই সমস্ত করোনা হাসপাতালে মোবাইল নিষিদ্ধ করে দেয় প্রশাসন। এরপরে ফের এই ধরনের চিঠি স্বাভাবিক ভাবেই জল্পনার জন্ম দিয়েছে।

প্রসঙ্গত, ২১ এপ্রিল তারিখের ওই চিঠিতে দেখা যাচ্ছে ১৫ জনের মৃত্যুর তালিকা রয়েছে। প্রত্যেকের নাম, ঠিকানা, মৃত্যুর বিবরণ, তারিখ ও সময় উল্লেখ রয়েছে। এমনকি এই ১৫ জনের মৃত্যুর যে তালিকা রয়েছে, তারমধ্যে ৬ জনের নামের পাশে লেখা আছে কোভিড পজেটিভ অর্থাৎ তারা নোভেল করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। ওই তালিকায় উল্লেখ রয়েছে, একটি দেহের দাবিদার নেই । তিনজনের ঠিকানা থাকলেও তাঁদের পরিজনের সঙ্গে যোগাযোগ করা হয়ে ওঠেনি। আরও লেখা রয়েছে, ৫ জনকে মৃত্যুর পর হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

চিঠিতে এম আর বাঙ্গুর হাসপাতাল কর্তৃপক্ষের তরফে একটি আবেদন করা হয়েছে। দেখা যাচ্ছে কর্তৃপক্ষ বলছেন যে, দ্রুত এই পরিবারগুলোর সঙ্গে পুলিশ যোগাযোগ করুক এবং দেহগুলি শেষকৃত্যের ব্যবস্থা করুক। না হলে মর্গে এত মরদেহ রাখতে চরম অসুবিধা হচ্ছে।

এম আর বাঙ্গুর হাসপাতাল সূত্রে খবর, চিঠিটি নিয়ে কোনও সমস্যা নেই। অজ্ঞাতপরিচয় বা বেওয়ারিশ বা পরিবার খোঁজ না নিলে,আইন অনুযায়ী একটি নির্দিষ্ট সময় পর পুলিশ প্রশাসনে সেই দেহের সৎকার করে ফেলে। এক্ষেত্রেও তা অনুসরণ করা হচ্ছে। এখনকার নিয়ম অনুযায়ী নোভেল করোনাভাইরাসের সংক্রমণে সংক্রমিত ব্যক্তির মৃত্যু ঘটলে তাঁর দেহ সৎকারের দায়িত্ব নিচ্ছে প্রশাসন। এখানেও তাই পালন করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here