জবরদখল মুক্ত করতে প্রতীকী অনশনে বিশ্বভারতীর উপাচার্য, পাল্টা বিক্ষোভে ব্যবসায়ীরা

0
40

পিয়ালী দাস, বীরভূমঃ

দিন কয়েক আগে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ঘোষণা করেছিলেন, বিশ্বভারতী চত্বর বেআইনি জবরদখল মুক্ত না হলে তিনি অনশনে বসবেন। ঘোষণা মতই সোমবার পৌষ মেলা মাঠের দ্বিতীয় গেটের কাছে অনশন মঞ্চ তৈরি করে বিশ্বভারতীর আধিকারিক অধ্যাপিকা এবং অধ্যাপক দের নিয়ে ১২ ঘণ্টার প্রতীকী অনশনে বসেছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।

hunger strike of Vice-Chancellor of viswa bharati | newsfront.co
অনশন।নিজস্ব চিত্র

অপরদিকে পাল্টা প্রতিবাদ মঞ্চ করে অবস্থান-বিক্ষোভে সামিল হয়েছে কবিগুরু হস্তশিল্প মার্কেটের ব্যবসায়ীরা। একদিকে বিশ্বভারতীর উপাচার্য অন্যদিকে জবর দখল করে থাকা ব্যবসায়ীদের অবস্থান-বিক্ষোভ এই দুইয়ে সকাল থেকেই সরগরম গুরুদেবের সাধের শান্তিনিকেতন।

বিশ্বভারতী সূত্রে খবর, শান্তিনিকেতন সহ বিশ্বভারতী চত্বরে জায়গা দখল করে দীর্ঘদিন ধরে কবিগুরু হস্তশিল্প বাজার চলছে, দীর্ঘদিন ধরে এই ব্যবসায়ীদেরকে বিকল্প জায়গা দেওয়া সত্ত্বেও ব্যবসায়ীরা বিশ্বভারতীর জায়গা দখল করে রয়েছে, একাধিক বার তাদেরকে বিশ্বভারতী তালাকের নোটিশ দেওয়া হলেও ব্যবসায়ীরা কোনভাবেই শুনছেন না তাই একপ্রকার বাধ্য হয়েই প্রতীকী অনশন এর মধ্য দিয়ে সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছেন বিশ্বভারতীর উপাচার্য। তিনি বলেন, বিশ্বভারতীকে কেন্দ্র করে এই ব্যবসায়ীরা মুনাফা ঘরে তুলছেন, বিশ্বভারতী সৌন্দর্যায়নে অভাব হলে পর্যটকরা আশা ছেড়ে দেবেন তাহলে কিভাবে ব্যবসায়ীরা ব্যবসা করবেন, বিশ্বভারতী তরফের যে বিকল্প জায়গা ব্যবসায়ীদের দেওয়া হয়েছে আশা করি তারা ওখানে সরে যাবেন। বিশ্বভারতী যে জায়গাটি জবর দখল করে রয়েছে, নির্বিঘ্নে ব্যবসায়ী সেটি মুক্ত করে দেবেন।

আরও পড়ুনঃ আস্থা ভোটে পরাস্ত প্রশান্ত, গঙ্গারামপুর পুরসভা তৃণমূলের দখলে

অন্যদিকে ব্যবসায়ীদের তরফে আনিমুল হোদা দাবী করেন,তারা বিশ্বভারতী জায়গা দখল করেননি যে জায়গাটায় তারা ব্যবসা করছেন সেটা পূর্ত দপ্তরের, কেনো বিশ্বভারতী তরফে ব্যবসায়ীদের উদ্দেশ্যে জায়গা দখল করার অভিযোগ আনছেন বিশ্বভারতীর উপাচার্য তা নিয়ে ব্যবসায়ীরা দ্বিধাগ্রস্থ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here