টি-টোয়েন্টিতে ধোনির প্রত্যাবর্তন

0
150

স্পোর্টস ডেস্কঃ

অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে ব্রাত্য থাকার পর আবার টি-টোয়েন্টি দলে মহেন্দ্র সিং ধোনি।

ছবি সৌজন্যে-https://twitter.com/sr_twitz/status/1077176690550272002?s=19

আসন্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে ও তারপর ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয় সোমবার।

আজকের দল নির্বাচনে লক্ষনীয় বিষয় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ধোনির টি-টোয়েন্টি দলে প্রত্যাবর্তন। তাঁর সঙ্গে দলে ফিরলেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় টি-টোয়েন্টি দলঃ বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), কে এল রাহুল, শিখর ধাওয়ান, ঋষভ প্যান্ট, দীনেশ কার্ত্তিক, কেদার যাদব, এম. এস. ধোনি (উইকেট রক্ষক), হার্দিক পান্ডিয়া,ক্রুনাল পান্ডিয়া, কুলদীপ যাদব, যযুবেন্দ্র চাহল, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ ও খলিল আহমেদ।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় একদিনের ক্রিকেট দলঃ বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), কে এল রাহুল, শিখর ধাওয়ান, আম্বাতি রায়ডু , দীনেশ কার্ত্তিক, কেদার যাদব, এম. এস. ধোনি (উইকেট রক্ষক), হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, যযুবেন্দ্র চাহল, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ, খলিল আহমেদ ও মহম্মদ শামি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here