কুমারটুলি থেকে মন্ডপের পথে দেবী দুর্গা

0
515

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

বেশ কিছুদিন ধরে চলা কালো মেঘের ভ্রুকুটিকে সরিয়ে অবশেষে দেখা দিয়েছেন সূর্যি মামা। সামনেই শারদীয় উৎসব। হাতেগোনা কয়েকটি দিন। তারপরেই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের শ্রেষ্ঠ আয়োজন।

maa durga going kumartuli to mandap | newsfront.co
নিজস্ব চিত্র

এর প্রস্তুতি চলছে একদম শেষ পর্যায়ে। তাই কুমোরটুলি থেকে প্রতিমা চলেছেন মন্ডপের দিকে তেমনি এক চিত্র ফুটে উঠল আমাদের ক্যামেরায়।

পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২নং ব্লকের জেনকাপুরে।মৃৎশিল্পী গৌর বেরা, এবারের মোট পাঁচটি দূর্গা প্রতিমা তৈরি করেছেন।

নিজস্ব চিত্র

যেগুলি এলাকার বিভিন্ন মণ্ডপে ইতিমধ্যেই পৌঁছে যাচ্ছে। সাবেকি প্রতিমার সঙ্গে সঙ্গে থিমের প্রতিমা তিনি তৈরি করেন ।

গৌর বেরা। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ দুর্গা পুজোয় শহর রঙিন করে সচেতনতা প্রচার

সেই মত তিনি এ বছরও পিতলের দুর্গা প্রতিমা তৈরি করছেন। তবে এবারের সবগুলোই প্রতিমা নিজের এলাকায় বিভিন্ন জায়গায় থেকে অর্ডার দিয়েছে ।তবে সারা বছর বিভিন্ন ধরনের প্রতিমা তিনি তৈরি করেন ।তার হাতের কাজ মুগ্ধ করেছে অনেককেই। পাশাপাশি খড়গপুর, মেদিনীপুর ও বাংলা ছাড়াও পার্শ্ববর্তী রাজ্য ওডিশাতে তার প্রতিমার চাহিদা প্রচুর রয়েছে।

কালো মেঘের ঘনঘটা সরিয়ে সূর্যি মামার দেখা মেলায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে কুমোর পাড়ার শিল্পী থাকে পুজো উদ্যোক্তারাও ।মা দুর্গার কাছে সকলের প্রার্থনা যাইহোক এবার যেন পুজোটা ভালই মত কাটে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here