নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
করোনা আবহে এ বছর মায়ের আগমন ঠিক কতটা জাকজমকের সঙ্গে হবে তা বলা যাচ্ছে না। কারণ অনেক নিয়মবিধি আরোপিত হয়েছে মাতৃবন্দনাতেও। আর তা সঙ্গত কারণেই। এর মাঝেই কালারস চ্যানেলে ফের আগমন ঘটছে মা দুর্গার। হ্যাঁ, ঠিকই পড়লেন। কালারস চ্যানেলেই সম্প্রচারিত হত এই ধারাবাহিক। আবার তাকে ফিরিয়ে নিয়ে এল চ্যানেল। বেশ জনপ্রিয় হয়েছিল ধারাবাহিকটি। ভিউয়ার্স সংখ্যাও নেহাত কম ছিল না।
আজ থেকে প্রতি সোম থেকে শনি ঠিক সন্ধে ৭ টায় দর্শকের ঘরে ঘরে পৌঁছে যাবেন মহামায়া। মহামায়ায় নানা রূপ ও লীলা এই ধারাবাহিকের অঙ্গ।কখনও তিনি মহামায়া, কখনও সতী আবার কখনও মহিষাসুরমর্দিনী। প্রত্যেকটি অধ্যায় খুব গুছিয়ে হাজির করা হয়েছিল এই ধারাবাহিকে। ফের ফিরে দেখার পালা তাঁকে।
মহামায়ার চরিত্রে পায়েল দে আর শিবের চরিত্রে রুদ্রজিৎ মুখার্জি। শারদীয় উৎসবের প্রায় দোরগোড়ায় বাঙালি। আর সেই সময়েই চ্যানেলের এমন এক উদ্যোগ বেশ প্রশংসনীয়।
আরও পড়ুনঃ মণি যখন পিসিমণি
প্রসঙ্গত, এই চ্যানেলের চারটি ধারাবাহিক বন্ধ হয়ে গিয়েছে করোনা আবহে। ফের কবে আবার নতুন ধারাবাহিক নিয়ে কালারস বাহিনী হাজির হবে সেই ব্যাপারে কোনও আভাস মেলেনি এখনও।
‘মা দুর্গা’ দেখুন প্রতি সোম থেকে শনি সন্ধে ৭ টায়, কালারস বাংলায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584