সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
আজ বিজয়া দশমী, মা দূর্গার বিদায়ের দিন। আবার এক বছরের অপেক্ষা। মায়ের বিদায়ের দিন একটাই চাওয়া, আসছে বছর আবার হবে।

আজ শুক্রবার দশমীতে ডোমকলের ভগীরথপুর নদীর নিরঞ্জন ঘাট এলাকায় প্রতিমা নিরঞ্জনের যাবতীয় প্রস্তুতি শেষে নিরঞ্জনের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। করোনার কারণে রাজ্য সরকার থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে, বিসর্জনের শোভাযাত্রার সময় নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সেই ভাবেই চলছে বিসর্জনের কাজ।

এদিন ভগীরথপুর বাজারের কালী বাড়ি ৩০০ বছরের ঐতিহ্যবাহী দুর্গা মন্দিরের দুর্গা বিসর্জনের জন্য ঘাটে নিয়ে গেলেন কালি বাড়ি দুর্গা মন্দির কমিটির সেক্রেটারি প্রসেনজিৎ ঘোষ। সিঁদুর খেলায় মেতে উঠলেন মেয়েরা, মাতলেন প্রসেনজিৎ ঘোষ সহ অসংখ্য দর্শনার্থীরা।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584