নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
পাগল কুকুরের কামড়ে আক্রান্ত হল পাঁচ শিশু। তাদের মধ্যে দুই শিশু গুরুতর জখম অবস্থায় মালদা মেডিকেলে চিকিৎসাধীন।রবিবার বিকেলে মোথাবাড়ি থানার বাঙ্গীটোলা পঞ্চায়েতের চৌধুরিটোলা রবিরাম টোলা গ্রামে ঘটনাটি ঘটেছে।ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।জানা গিয়েছে মালদহ মেডিকেলে চিকিৎসাধীন জখম দুই শিশুর নাম দেবারাজ মন্ডল(২) বাবা সোনাতন মন্ডল।বাড়ি রবিরাম টোলা।রীতিকা মন্ডল(৯)বাবা দীপক মন্ডল। বাড়ি চৌধুরিটোলা।রীতিকা মন্ডল ক্লাস ওয়ানের পড়ুয়া।এছাড়াও আরো তিন জন আক্রান্ত হলে তাদের জলাতঙ্কের টিকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।জানা গিয়েছে,মোথাবাড়ি থানার বাঙ্গিটোলা পঞ্চায়েতের বেল কিছু দিন থেকে একটি পাগল কুকুর ঘোরাফেরা করছে। গ্রামের শিশুরা রাস্তায় বের হলে তাদের কামড়ে দিচ্ছে।গত তিন চার দিন থেকে এলাকার পাঁচ শিশু আক্রান্ত হয়েছে। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। রবিবার দুই শিশু ওই পাগল কুকুরের কামড়ে গুরুতর জখম হয়ে পড়লে পরিবারের লোকেরা তাদের মালদা মেডিকেলে নিয়ে আসে। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে।
আরও পড়ুনঃ রাস্তার দাবীতে ভোট বয়কটের পথে হোসেনপুরের সন্ন্যাস কলোনী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584