শুভম বন্দ্যোপাধ্যায়, কামারহাটিঃ
দলে থেকেও যারা বিদ্রোহী, তারা ভাইরাসের থেকেও ক্ষতিকর। কারণ দলে থেকেই তারা দলের ক্ষতির চেষ্টা করে। তাই এই ধরনের ভাইরাস বেরিয়ে যাওয়ার কারণে শনিবার সন্ধ্যায় কামারহাটি তে রীতিমতো হুড খোলা জিপে ভোজপুরি গানের সঙ্গে ডিজে নাচে জামা খুলে সেলিব্রেশন করলেন মদন মিত্র।
যখন শুভেন্দুকে কেউ বলছেন ‘বিশ্বাসঘাতক’, কেউ বিঁধছেন ‘পদের লোভে দল ছেড়েছেন’ বলে, ঠিক তখনই দীর্ঘদিনের সহযোদ্ধাকে ‘অসুর’ বলে অভিহিত করলেন মদন।
‘শুভেন্দু-ভাইরাস’ তৃণমূলের শরীর থেকে বেরিয়ে যেতেই আত্নহারা মদন ভোজপুরি গানের সঙ্গে কোমর দোলাতে দোলাতে, হাততালি দিতে দিতে নিজের জামাই খুলে ফেললেন। ডিজে, নীলাভ আলো আর ভোজপুরি গানের সঙ্গে তখন গগণভেদী একটাই স্লোগান ‘মমতাই ক্ষমতা’।
আরও পড়ুনঃ দশ বছর ধরে মমতাকে প্রণাম করেছেন শুভেন্দু অধিকারী-আক্রমণাত্মক কল্যাণ
শুধু তাই নয় তিনি আরও স্লোগান তুললেন, “বিজেপি থাকবে কতক্ষণ, বিজেপি যাবে বিসর্জন।” আর এরপরেই লর্ডসে সৌরভ গাঙ্গুলী ওরফে দাদার ভঙ্গিতে জামা খুলে উড়িয়ে দিলেন মদন মিত্র। তবে দাদার মত একবারে খালি গায়ে ছিলেন না তিনি। কিন্তু তার এই সেলিব্রেশনে ফের মনোবল চাঙ্গা হল তৃণমূল কর্মীদের। নেতা নয়, কর্মীরাই দলের সম্পদ, এই সেলিব্রেশনের মাধ্যমে ফের বুঝিয়ে দিলেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584