নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃদক্ষিন দিনাজপুরে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এসে জেলা সভাপতি বিপ্লব মিত্রকে উন্নয়নের কান্ডারী ও জাদুকর উপাধি দিয়ে ভূষিত করলেন প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্র।মেজদা বিপ্লব মিত্রের কর্মকান্ডের ভূয়সী প্রসংশায় পঞ্চমুখ হয়ে মদন বাবু বলেন,অন্য জেলাগুলিতে তিনি দেখেছেন সেখানে বিরোধিদের সমর্থক তো দূরের কথা তাঁদের পতকা পর্যন্ত চোখে পড়েনি,কিন্তু এখানে এসে দেখলেন বিরোধিদের পতকা।আবার আশ্চর্য হয়ে দেখেছেন বিপ্লব মিত্র গ্রামে কোন সভায় গেলে সেখানে বিরোধিদলের প্রাক্তন পদাধিকারীরা যাঁরা মানুষের হয়ে কাজ করতে চান তাঁরা সরাসরি বিপ্লব মিত্রের সেই সভায় গিয়ে প্রকাশ্যে ঘোষনা করে তৃণমূলে যোগদিচ্ছেন।উদয় পঞ্চায়েতের পৈতাদিঘী এলাকায় নির্বাচনী সভায় এমনও চাক্ষুস করেছেন প্রাক্তন মন্ত্রী যে,সি পি আই এম বা অন্যদল ছেড়ে প্রাক্তন প্রধান বা সদস্যরা সেই সভায় স্বশরীরে হাজির হয়ে লিখিত দিয়ে জোড়াফুলের পতাকা কাঁধে তুলে নিয়েছেন।এমনকি মাইক হাতে তুলে নিয়ে প্রক্তন সি পি এম প্রধান বলেছেন ছিঃ সিপিএম।
এই জেলায় বিরোধীরা প্রার্থী দিলেও উন্নয়নের একমাত্র দল তৃণমূল বলেই প্রতিষ্ঠিত আর তা সম্ভব হয়েছে বিপ্লব মিত্রের ভূমিকার কারনেই বলে দাবী মদন বাবুর।
মদন মিত্র এ জেলায় নির্বাচনী প্রচারে এসে গঙ্গারামপুর পৈতাদিঘী প্রাণসাগর সহ বিভিন্ন এলাকায় দলীয় সভা করেন এবং সর্বত্রই বক্তব্যের অর্ধেক অংশ জুড়ে ছিল বিপ্লব মিত্রের গুণকীর্তন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584