মনিরুল হক, কোচবিহারঃ
করোনা পরিস্থিতির জন্য দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর ফের খুলে দেওয়া হল কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহনের মন্দির। আজ থেকে মন্দির খুলে দেওয়া হয়। প্রথম দিনই বেশ কয়েকজন ভক্ত এসে পূজাও দেন বলে জানা গিয়েছে।মন্দিরের পুরোহিত ধীরেন্দ্রনাথ ভট্টাচার্য বলেন,“দীর্ঘ চার মাস পরে মন্দির খুলে দেওয়া হল।
তবে স্বাস্থ্য বিধির কথা মাথায় রেখে কিছু নিয়ম করে দেওয়া হয়েছে। মিষ্টি ও ফল পূজায় ভোগ হিসেবে দেওয়া যাবে। তবে আগের মত অঞ্জলি দেওয়া যাবে না। মূল ফটকের সামনে থার্মাল স্ক্রিনিং করা হবে।
তারপর নাম নথিভুক্ত করে হাত ধুয়ে মূল মন্দিরের কাছে যাওয়ার অনুমতি মিলবে। এক সাথে ১৫ জনের বেশী ভক্তকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না।”রাজ আমলে প্রতিষ্ঠিত কোচবিহার মদনমোহন মন্দির।
এই মন্দিরে পূজা দিতে জেলার মানুষ তো বটেই দূরদূরান্ত থেকে দর্শনার্থীরাও আসেন। বিশ্ব জুড়ে করোনা মহামারির দাপট শুরু হলে মদনমোহন মন্দির বন্ধ করে দেওয়া হয়।
আরও পড়ুনঃ নবম প্রয়াণ দিবসে অরুণেশ স্মরণ
তবে নিয়মিত ভাবে পূজা আর্চনা করা হত। এবার থেকে স্বাস্থ্য বিধি মেনে ভক্তরাও পূজায় অংশ নিতে পারবেন বলে মদনমোহন মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584