নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
এক পশলা বৃষ্টিতেই পুকুরের আকার নেয় জেলা পরিষদের রাস্তা। আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের বাসস্টপ থেকে রবীন্দ্রনগর হয়ে দেওধারী পর্যন্ত রাস্তাটির বেহাল দশা।
স্থানীয়দের অভিযোগ সামান্য বৃষ্টিতেই জল জমে পুকুরের আকার নেয় রাস্তাটি। ফলে যাতায়াতে চরম সমস্যায় পরে এলাকার বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা তথা শিক্ষক প্রভাস বরগাঁও অভিযোগ করে বলেন, রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরে আছে অথচ সমাধান করতে কেউ এগিয়ে আসছে না।
আরও পড়ুনঃ ঝড়ে ক্ষতি আম পেঁয়াজের
অভিজিৎ সাহা নামে এক বাসিন্দা জানান, মাদারিহাট গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ কেউ কোনো পদক্ষেপ নিচ্ছেনা। জল কাদায় চলাফেরা দায় হয়ে দাঁড়িয়েছে। একই অভিযোগ করেন মালবিকা সাহা। তিনি জানান বাইরের লোকেরা এলে এই পথে সমস্যায় পড়েন।
কারণ তারা এখানে জমা জলের গভীরতা নিয়ে তাদের আন্দাজ নেই। জেলা পরিষদের মাদারিহাটের সদস্যা আশা নার্জিনারি জানান,”বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584