নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
রাজ্যে ক্রমেই ধীরে ধীরে জাল বিস্তার করছে কোভিড-১৯। আর এই মারণ ভাইরাসকে রুখতে সমান তালে পাল্লা দিচ্ছে জেলা স্বাস্থ্য দফতর থেকে শুরু করে প্রশাসন এবং সরকারি ও বেসরকারি সংগঠন সহ সাধারণ মানুষ। কখনও মাস্ক তো কখনও হ্যাণ্ড স্যানিটাইজার। আবার কোথাও কোথাও সংক্রমণ রুখতে এলাকার গুরুত্বপূর্ণ জায়গাকেও স্প্রের মাধ্যমে জীবাণুমুক্ত করার কাজ চালাচ্ছে জেলা স্বাস্থ্য দফতর ও জেলা প্রশাসন।
আর একই ভাবে সংক্রমণ রুখতে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আলিপুরদুয়ারের মাদারিহাট ব্লকে স্যানিটাইজ করা হয়। এদিনের এই স্যানিটাইজ কর্মসূচীতে উপস্থিত ছিলেন তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি মৃদুল গোস্বামী সহ অনেকে ।
আরও পড়ুনঃ হিলিতে যাওয়ার পথে বালুরঘাটের সংসদকে আটকালো পুলিশ
এছাড়াও এদিন তৃণমূল কংগ্রেস কর্মীরা মাদারিহাটের বিভিন্ন এলাকা বাজার ঘাট, বাসস্ট্যান্ড, ব্যাংক, এটিএম সহ শহরের বেশ কিছু জায়গা স্যানিটাইজ করেন। যদিও এদিন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মৃদুল গোস্বামী জানান, ‘করোনা মোকাবেলায় স্যানিটাইজ করাটা খুব জরুরী । সেই কথা ভেবেই আজ মাদারিহাটের সর্বত্র এলাকায় স্যানিটাইজ করা হয়।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584