জঙ্গল বাঁচাতে মেদিনীপুর থেকে লালগড় পদযাত্রা

0
230

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Madhapur to Lalgarh march to save the jungle
নিজস্ব চিত্র

বন্যরা বনে সুন্দর।বন জঙ্গল ছাড়া আজ তারা বিপন্ন।মানুষ তার নিজের স্বার্থের জন্য বন জঙ্গল কেটে বসতি গড়ে তুলছে।আর বিপন্ন হয়ে পড়ছে জঙ্গলে থাকা পশু পাখি এমন কি জঙ্গলের আদিবাসী মানুষেরাও।তাদের সেই অধিকার ফিরিয়ে দেওয়ার আবেদন ও দাবী নিয়ে অরণ্যের অধিকার যাত্রা শুরু করলো “দি গ্রীণ ওয়াক,” আজ ও আগামীকাল তারা মেদিনীপুর থেকে লালগড় পায়ে হেঁটে পরিবেশ রক্ষা করার দাবী নিয়ে মানুষকে সচেতন করতে পদযাত্রা করবেন।আজ তার আজ সুচনা হল মেদিনীপুরে।এই সংগঠনের ২৩ জন সদস্য মেদিনীপুর স্টেশন থেকে পদযাত্রা শুরু করেছেন।আজ শালবনীর ভাতমোরে এসে এই পদযাত্রা শেষ হবে এবং আগামীকাল সকালে ফের শুরু করে লালগড়ে বিকেলে পৌঁছাবেন বলে জানান তারা।তারা বলেন, ” আপনারা সকলেই জানেন জঙ্গলমহলে প্রতিদিন একে একে সব জঙ্গল পরিস্কার হয়ে যাচ্ছে।একটু একটু করে জঙ্গল চুরি হয়ে যাবার সঙ্গে সঙ্গে জঙ্গলে বসবাসকারী মানুষ পশুপাখি ও গাছপালা একদিকে যেমন তাদের বাসস্থান হারাচ্ছে অন‍্যদিকে জঙ্গলের অধিকার‌ও। জঙ্গল রক্ষার জন‍্য বনবিভাগ আজ পুরোপুরি ব‍্যর্থ। নিন্দুকেরা বলেন জঙ্গল ধ্বংসে বন বিভাগ‌ই অন‍্যতম দায়ী।ইতিমধ‍্যে বনের অধিকার আইন ও অন‍্যান‍্য কিছু আইন প্রণয়ন হলেও সে বিষয়ে বনবাসী মানুষেরা সম্পূর্ণ অন্ধকারে।এই মুহূর্তে জঙ্গল রক্ষা,জঙ্গলের অধিবাসীদের বাসস্থান ও অধিকার রক্ষার জন‍্য সর্বাত্মক সচেতনতা কর্মসূচি জরুরি।সেই কর্মসূচির অংশ হিসেবে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। সকালে মেদিনীপুর স্টেশন থেকে পদযাত্রা শুরু হয়েছে ২৩শে ডিসেম্বর বিকেলে পদযাত্রা শেষ হবে লালগড়ে।এই সংগঠনের অন্যতম কর্নধার সঞ্জিত কাষ্ঠ বলেন,”সকল পরিবেশপ্রেমী মানুষদের কাছে আমরা আবেদন রাখছি এই পদযাত্রায় সামিল হয়ে জঙ্গল ও তার অধিবাসী মানুষ পশু পাখি ও গাছপালার সঙ্গে থাকুন।”

Madhapur to Lalgarh march to save the jungle
পদযাত্রার সূচনা।নিজস্ব চিত্র

আরও পড়ুন: সুন্দরীনী প্রকল্পের দুগ্ধ সমবায় সমিতি গড়ে পরিবারে ফিরছে স্বচ্ছলতা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here