পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
এবছর উচ্চমাধ্যমিকে অষ্টম উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মধুরিমা দত্ত। তার প্রাপ্ত নম্বর ৪৮৮। তার বাবা রেবতী দত্ত একজন সামান্য ব্যবসায়ী ও তার মা সুজাতা দত্ত গৃহবধূ।
ছোটবেলা থেকেই তার সঙ্গীতের প্রতি আকৃষ্ট হয়েছিলেন।তাই উচ্চমাধ্যমিকে ও তার সাবজেক্ট গুলোর মধ্যে সংগীত বিষয় ছিল। হবেনাই বা কেন তার বাড়িতে যে সংগীতের পরিবেশ রয়েছে। এমন অবস্থায় দাঁড়িয়ে মধুরিমা এবার উচ্চমাধ্যমিকে সংগীত বিষয়ে একশোর মধ্যে একশ নম্বর পেয়েছে।
মধুরিমা ও অন্যান্য যে সমস্ত বিষয়ে নম্বর পেয়েছে তা হল বাংলা ৯৭ ইংরেজিতে ৯০ সংগীতে ১০০ ভূগোলে ৯৭ দর্শনে ৯৮ অর্থনীতিতে ৯৬।মোট প্রাপ্ত নম্বর ৪৮৮।
রাজ্যের মধ্যে অষ্টম স্থান দখল করার পর মধুরিমা তার প্রতিক্রিয়া জানায় ভালো ফল আশা করেছিলাম কিন্তু এত ভালো ফল হবে তা কখনো আশা করিনি।ভবিষ্যতে অধ্যাপক হওয়ার ইচ্ছা তার রয়েছে।সে জানায়, পড়াশোনায় তা নির্দিষ্ট কোন টাইম ছিলোনা যখন ইচ্ছা হত বই নিয়ে বসে পড়ত।মধুরিমা আরও জানায়,তার এই সাফল্যের পিছনে তার বাবা মার যেমন অবদান রয়েছে তেমনি স্কুলের শিক্ষক-দের এবং গৃহশিক্ষকদের অবদান যথেষ্ট।
আরও পড়ুনঃ বিরাট কোহলির আক্রমনাত্মক মনোভাবই আদর্শ মেধাতালিকায় যুগ্ম প্রথম শোভনের
তার স্বপ্ন আগামী দিনে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের প্রতি যে তারা যেন পড়াশোনা টাকে ভালবেসে পড়াশোনা করে জোর করে নয় তবে সাফল্যের চূড়ায় উঠতে পারা যাবে।
এদিন তার এই সাফল্য পাওয়ার পর কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী হাইস্কুলে তাকে ঘিরে স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে আরম্ভ করে বান্ধবীদের মধ্যে ছিল উৎসাহ এবং চলে মিষ্টিমুখ করার পালা তেমনি আজ এই খুশির খবর জানতে পেরে সরাসরি কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী হাই স্কুল চলে আসেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপৌতি কার্তিকচন্দ্র পাল এবং কালিয়াগঞ্জ থানার আইসি শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায়।
তারাও মধুরিমাকে আগামী দিনের সাফল্য কামনা করে তাকে পুষ্পস্তবক এবং মিষ্টিমুখ করায়।এদিন পার্বতী সুন্দরী হাই স্কুলের অন্যান্য সফল কৃতি ছাত্রদেরও তারা সংবর্ধনা জানায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584