দক্ষিন দিনাজপুর,বালুরঘাটঃ

বালুরঘাট স্টেডিয়ামে কোচবিহার ট্রফির বাংলা-মধ্যপ্রদেশ ম্যাচের দ্বিতীয় দিনে দুরন্ত কামব্যাক মধ্যপ্রদেশের।ম্যাচের প্রথম দিনে মধ্যপ্রদেশের প্রথম ইনিংসে করা ২২৫ রানের জবাবে প্রথম ইনিংসে মাত্র ১৪৮ রানে গুটিয়ে গেল বাংলা। মঙ্গলবার ম্যাচের দ্বিতীয় দিনে মধ্যপ্রদেশের প্রথম ইনিংসের ২২৫ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলা-র ব্যাটসম্যানরা শুরু থেকেই চাপে।এদিন দলের মাত্র ১২ রানের মাথায় বাংলার ওপেনার ব্যাটসম্যান অর্ক প্রতীম দাস মাত্র ৪ রানের মাথায় ইশান আফ্রিদি-র বলে বোল্ড হয়ে ফিরে যাওয়ার সময়ের পর থেকেই বাংলার ব্যাটসম্যানদের ব্যাটিং-এর ছন্দপতন শুরু হয়।এরপর বাংলার উইকেট কিপার সৌরভ পাল-এর অর্ধশতরান ছাড়া বাংলার টপ অর্ডার এবং মিডল অর্ডার ব্যাটসম্যানরা ছিল কার্জত ফ্লপ।শেষের দিকে বাংলার প্রভাত মারুয়া ২৮ রান করে দলকে খাদের কিনারা থেকে টেনে তোলার মরিয়া প্রয়াস চালালেও মধ্যপ্রদেশের প্রাণকেশ রায়,ওমকার নাথ সিং, ইশান আফ্রিদি,অধীর প্রতাপ সিং-দের দূরন্ত বোলিং-এর সামনে ৫২.৪ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ১৪৮ রানে গুটিয়ে যায় বাংলা।এদিন মধ্যপ্রদেশের বোলারদের মধ্যে প্রাণকেশ রায় ৪টি, ওমকার নাথ সিং ২টি, ইশান আফ্রিদি ২টি এবং অধীর প্রতাপ সিং ২টি করে উইকেট পান। মধ্যপ্রদেশের মত শক্তিশালী ব্যাটিং লাইন আপকে ২২৫ রানের মধ্যে আটকে রাখার পর প্রথম ইনিংসে লিড নিয়ে এগিয়ে থাকার পরিবর্তে ঘরের মাঠে বাংলার এই ব্যাটিং বিপর্জয়ে হতাশ বাংলা দলের সমর্থকরা। অপরদিকে ৭৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা মধ্যপ্রদেশ দলের ব্যাটসম্যান দেব বার্নাইলকে ১২ রানে এবং ফ্রাস্ট ডাউনে ব্যাট করতে নামা গত ম্যাচের সেঞ্চুরির মালিক বিক্রান্ত সিং ভাদোদরিয়াকে মাত্র ৪ রানে ড্রেসিং রুমে ফেরৎ পাঠিয়ে বাংলাকে ফের লড়াইয়ে ফেরান বাংলা-র তথা আই.পি.এল-এর রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর দলের সদস্য প্রয়াস রায় বর্মণ।শুধু তাই নয় এরপর চলতি ম্যাচের প্রথম ইনিংসে সেঞ্চুরি করা ইরফান আলি-র রান আউটের মধ্য দিয়ে সবচেয়ে বড় ঝটকা নেমে আসে মধ্যপ্রদেশ শিবিরে। দিনের শেষে বাইশ গজে মধ্যপ্রদেশ-এর সুরজ ভসিয়ৎ ৪০ রানে এবং রাহুল চন্দ রয় ১৯ রানে অপরাজিত রয়েছে, মধ্যপ্রদেশের রান ৩৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৯১।

আরও পড়ুন: যুবকের মলদ্বার থেকে উদ্ধার সোনার বিস্কুট
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584